সুখবর! মাসের শুরুতে এক ধাক্কায় প্রায় ১০০ টাকা কমল গ্যাসের দাম
Good news! At the beginning of the month, the price of gas fell by about 100 taka

The Truth Of Bengal : সপ্তম দফার নির্বাচনের দিন এল বড় খবর। কিন্তু কি সেই খবর? এক ধাক্কায় গ্যাসের দাম প্রায় ১০০ টাকার কাছাকাছি কমে গেল। এবারে মনে হয়তো প্রশ্ন আসছে কবে থেকে কার্যকর হবে এই নতুন দামের নিয়ম? পয়লা জুন অর্থাৎ আজ থেকেই কার্যকর হবে এলপিজি সিলিন্ডারের নতুন দাম। এদিকে মাসের প্রথম দিনই গ্যাসের দাম এক ধাক্কায় এত কম হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ।
পয়লা জুন অয়েল মার্কেটিং সংস্থা সূত্রে খবর, ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭২ টাকা কমিয়ে করা হলো ১৭৮৭ টাকা। আর অন্যদিকে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দামের কোনরকম কোন পরিবর্তন ঘটেনি। এখনো পর্যন্ত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৮২৯ টাকা। এই নতুন দাম কার্যকর হবে আজ থেকেই।
প্রসঙ্গত, প্রত্যেক মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থার তরফ থেকে আন্তর্জাতিক বাজারে পরিশোধিত তেলের দামের পর্যালোচনা করা হয়। আর এই পর্যালোচনার পর পরিস্থিতির অনুযায়ী দেশের বাজারে এলপিজির দাম কমানো এবং বাড়ানো হয়। সচরাচর, গৃহস্থের বাড়িতে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। আর বিভিন্ন হোটেল রেস্তো রাতে 19 কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়।