দেশ

নতুন সুযোগ করে দিল এবার নির্বাচন কমিশন, ভোটের পর বুথ ফেরত সমীক্ষা 

New Rule for EVM

The Truth of Bengal: দেশে চলছে লোকসভা নির্বাচন। আর মাত্র এক দফা ভোট গ্রহণের অপেক্ষা আর তারপরেই ২০২৪ থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য দিল্লির মসনদে কে বসতে চলেছেন, তার ফলাফল প্রকাশিত হবে। আর এই ভোটের আবহেই এবার বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ভোটের মাঝেই একাধিকবার ইভিএম-এ কারচুপির অভিযোগ তুলেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। কখনও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কখনও অন্যান্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা।

আর এবার কমিশনের তরফে বলা হয়েছে, ভোটের ফল প্রকাশিত হওয়ার পর ইভিএম পরীক্ষার আবেদন করতে পারবেন প্রার্থীরা। যদিও, এই আবেদন শুধুমাত্র ভোট যুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা প্রার্থীরাই করতে পারবেন। পাশাপাশি, এক্ষেত্রে রয়েছে কিছু বিশেষ নিয়মও। আবেদনকারীদের নির্দিষ্ট অঙ্কের টাকা এবং অভিযোগের বয়ান জমা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে। প্রসঙ্গত, ইভিএম নিয়ে একাধিক অভিযোগ এর আগে সামনে এসেছে। সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে ইভিএম হ্যাকিং বা কারচুপি নিয়ে।

শীর্ষ আদালতে সেই মামলা খারিজ হয়ে গেলেও রাজনৈতিক দলগুলির ইভিএম নিয়ে এই অভিযোগ নিরসন করতেই এবার বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। সংশ্লিষ্ট লোকসভায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা প্রার্থীরা ইভিএম পরীক্ষার আবেদন করতে পারবেন। অভিযোগ প্রমাণিত হলে, কমিশন জমা রাখা টাকা ফেরত দেবে। অভিযোগ প্রমাণ না হলে, সেই টাকা আর ফেরত পাবেন না প্রার্থীরা। উল্লেখ্য, এর আগে একাধিক অভিযোগ সামনে আসায় নতুন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে নির্বাচন কমিশন।