পুনে না বেঙ্গালুরু, কোনটি যৌ*ন রাজধানী তাই নিয়ে এক্সহ্যান্ডেলে তুমুল বিতর্ক !
'Pune Is Sex Capital Of India,' Says X User; 'No, It’s Bengaluru,' Counter Others

The Truth of Bengal: সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দেশের যৌন রাজধানী বা সেক্স ক্যাপিটেল।জীবনের নানা রঙিন বিষয়ের মতোই এই যৌন বিষয় নিয়েও চর্চা চলছে এক্স হ্যান্ডেলের ব্যবহারকারীদের মধ্যে। এবার হট টপিক,পুনে না বেঙ্গালুরু, কোনটি আসলে যৌন রাজধানী ? বলা যায়,পুনে হল সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে আলাদা মর্যাদা পায়।পুনেকে বলা হয় মহারাষ্ট্রের সাংস্কৃতিক রাজধানী।কেউ কেউ বলেন দাক্ষিণাত্যের রানী।এটি প্রাচ্যের অক্সফোর্ড বলেও পরিচিত।
Bhai Pune is sex capital of India
— vaeb | ceasefire now (@vaebchandra) May 11, 2024
গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠানের মতোই তথ্যপ্রযুক্তিও মোটরগাড়ি শিল্পের প্রাণকেন্দ্র রয়েছে মহারাষ্ট্রের এই বনেদি শহরে। এখন সেই পুনেই হয়ে উঠেছে কুখ্যাত যৌন ব্যবসার জন্য আলোচনার কেন্দ্রবিন্দু।সোশ্যাল মিডিয়ার মুক্ত মঞ্চে দেদার আলোচনা চলছে,পুনেকে যৌন রাজধানী বলার যথেষ্ট যুক্তি আছে। মাইক্রোব্লগিং ওয়েবসাইটে এরকমই কিছু দাবি উঠে এসেছে। তবে সেই দাবি অনেকে আবার মানছেন না।পুনেকে এই স্বীকৃতি কেন দেওয়া হবে সেই প্রশ্ন তুলে পাল্টা গলা ফাটাচ্ছেন নেটনাগরিকদের একাংশ।তাঁদের মতে ,পুনে নয় বেঙ্গালুরুকে এই যৌন রাজধানী বলে মেনে নেওয়া দরকার।
Only Kalyani Nagar, KP, Viman Nagar, Magarpatta, Camp, Hinjawadi, some parts of Kothrud.
— Sam ALT Man (@k0ol1) May 12, 2024
পুনের এক নাগরিক লিখেছেন,তিনি দীর্ঘদিন সেই শহরে থাকেন,এরকম কোনও যৌন ব্যবসার রমরমা সেখানে বাড়েনি,যারজন্য এই নেতিবাচক স্বীকৃতি দিতে হবে।তাঁর যুক্তি বরং বেঙ্গালুরুকে সেই কুখ্যাতির তালিকায় ঠাঁই দেওয়া হোক।নেটজগতের সমালোচনাকারীদের একাংশের মতে,আসলে পূর্ব পুনের কল্যাণীনগর,কেপি,বিমান নগর,মগরপাট্টা, ক্যাম্প,হিনঞ্জওয়াড়িতে এই ধরণের যৌন কর্মকাণ্ড চলে। তাই পুনেকে যৌন রাজধানী ঘোষণা করা উচিত বলে এই এক্স হ্যান্ডেল ব্যবহারকারী মনে করছেন। দেখে নিন এক্সহ্যান্ডেল ব্যবহারকারীদের মন্তব্যগুলো।কিভাবে বিতর্ক জমে উঠেছে দেখুন…