স্বস্তির ঝড়বৃষ্টি কেড়েছে ১২টি প্রাণ,মৃতদের পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর
12 lives have been taken away by the storm of relief, Chief Minister's condolences to the families of the dead

The Truth of Bengal: টানা এক মাসের অসহনীয় গরম থেকে মুক্তি পেয়েছে রাজ্যবাসী। স্বস্তির এই ঝড়বৃষ্টি অবশ্য প্রাণ কেড়েছে ৯ জনের। মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে লেখেন, গাইড লাইন মেনে প্রশাসনের তরফে ত্রাণ ও সমস্ত রকম সাহায্যের ব্যবস্থা করা হবে। টানা তাপপ্রবাহের জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ কার্যত জ্বলছিল। সেই অসহনীয় গরম থেকে মুক্তি মিলেছে। সোমবার সন্ধ্যায় স্বস্তি নিয়ে আসা ঝড়বৃষ্টি প্রাণ কেড়েছে অনেকগুলি। বাজ পড়ে রাজ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নদিয়ায় দেওয়াল চাপা পড়ে ২ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় গাছ চাপা পড়ে আরও ১ জন মারা গিয়েছেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতগুলি মৃত্যুর ঘটনায় শোকাহত মুখ্যমন্ত্রী।
Profoundly sad to know that 9 persons died due to thunderstorms and lightning last night (5 in Purba Burdwan, 2 each in Paschim Medinipur and Purulia), while 2 more persons died due to wall collapses in Nadia and 1 more due to tree collapse in South 24 Parganas. Our district…
— Mamata Banerjee (@MamataOfficial) May 7, 2024
মঙ্গলবার সকালে মৃতদের পরিবারের উদ্দেশে শোকপ্রকাশ করেন তিনি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘গতরাতে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের জেরে ৯ জনের মৃত্যুর ঘটনায় আমি দুঃখিত। বজ্রপাতের জেরে পূর্ব বর্ধমানে ৫ জন মারা গিয়েছেন। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় বজ্রপাত প্রাণ কাড়ে ২ জনের। নদিয়ায় দেওয়াল ভেঙে মৃত্যু হয় ২ জনের। পাশাপাশি গাছ ভেঙে পড়ে দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয় একজনের। আমাদের জেলা প্রশাসন সব জায়গায় সারারাত ধরে দুর্যোগ মোকাবিলায় কাজ করেছে। গাইড লাইন মেনে প্রশাসনের তরফে ত্রাণ ও সমস্ত রকম সাহায্যের ব্যবস্থা করা হবে।’ দুর্যোগে যে ১২ টি পরিবার তাঁদের পরিজনকে হারিয়েছে, সেই স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন।
অন্যদিকে আবহাওয়া দফতর মঙ্গলবারও বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে। বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টি হবে। সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ও বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। কালবৈশাখীর সম্ভাবনা আছে ১১টি জেলায়। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবারের এই ঝড় বৃষ্টির জন্য কলকাতা–সহ জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে নেমে গিয়েছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।