দেশ
Trending

Lok Shobha Election 2024 : রাহুল নাকি ভারতের নাগরিক নন, মনোনয়ন বাতিলের দাবি

Lok Shobha Election 2024 : Rahul is not a citizen of India, demand cancellation of nomination

The Truth Of Bengal : লোক সভা নির্বাচনে রাহুল গান্ধির কি লড়া হবে না , সেই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে । কারন এক ব্যক্তি এমনি অভিযোগ করেন যে , রাহুল গান্ধি নাকি ভারতের নাগরিক নন। তাই রাহুলের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন অভিযোগকারী ব্যক্তি অনিরুদ্ধ প্রতাপ সিং। একই সঙ্গে তাঁর আরও দাবি, মোদি পদবি মামলায় দু’বছরের সাজা পেয়েছেন রাহুল। তাই আইনত ভোটে লড়াই করার অধিকার নেই তাঁর। সেই জন্য তাঁর মনোনয়ন বাতিল কড়া হোক।

গত শুক্রবার একবারে শেষ মুহূর্তে রায়বরেলিতে মনোনয়ন জমা দিয়েছেন রাহুল। সেই রয়বরেলির জেলাশাসকের কাছে অভিযোগকারীর আইনজীবী রাহুলের মনোনয়ন বারিতেলের দাবি জানিয়েছেন। তাঁর দাবি, রাহুল গান্ধি ভারতের নাগরিক নন। তাঁর প্রশ্ন, একজন ব্রিটিশ নাগরিক ভারতের নির্বাচনে লড়তে পারেন কী করে? তাই তা রাহুলের ম্নোনয়ন বাতিলের দাবি করেছেন তিনি।

এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কংগ্রেস। তাদের দাবি, বহু বছর ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন রাহুল। যদি এই অভিযোগ সত্যি হতো তা হলে কী করে তাঁকে নির্বাচনে লড়ার অনুমতি দিয়েছিল কমিশন? রাহুল সদ্য কেরলের ওয়ানড়ে লোকসভার ভোটে লড়েছেন। সেখানে এই অভিযোগ ওঠেনি। এখন কেন এই অভিযোগ উঠছে? আর এই অভিযোগ নিয়ে নির্বাচনের আগে রাজনৈতিক মহলে যথেষ্ট সরগরম হয়েছে ।

Related Articles