কলকাতা
Trending

বড় খবর : হাড়হিম করা চুরির ঘটনা শহরের প্রাণকেন্দ্রে, দেখুন সিসিটিভি ফুটেজ

Big news: Harihim theft in heart of city, see CCTV footage

The Truth Of Bengal : নানান পদের  খাবার জন্যই আমরা নামীদামী রেস্টুরেন্টে যাই। কিন্তু  এবারের ঘটনা আলাদা ।হাড়হিম করা চুরির ঘটনা শহরের প্রাণ কেন্দ্রে । সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সেই ছবি । কলকাতার এক জনৈক রেস্তোরাঁয়  বৃহস্পতিবার গভীর রাতে ঘটে এই চুরির ঘটনা। কিন্তু এই হানাদার রেস্টুরেন্টে একেবারেই সেই কারণে যাননি।একেবারে নিজের স্বপ্নপূরণ করতে ভবানীপুরের এই রেস্তরাঁয় হানা দেয়,চেটেপুটে খাবার খাওয়ার বদলে,হাতিয়ে নেয় মোবাইল আর নগদ টাকা।

সিসিটিভিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি ঢুকে প্রথমে একটি মোবাইল হাতিয়ে নেয়  । তারপর ঘোরাতে থাকে একের পর এক সিসিটিভির মুখ  । প্রথমে রেস্টুরেন্টে গিয়ে সবকিছু হাতাতে গিয়ে সে মুখ দেখিয়ে ফেলে।সিসিটিভিতে সেই চুরির ছবি ধরাও পরে যায়।পরে বোধোদয় হওয়ায় মুখ লুকোনোর চেষ্টা করে মূর্তিমান চোর। ততক্ষণে অবশ্য রোমহর্ষক চুরির ঘটনা ক্যামেরাবন্দি হয়ে যায়।সেই ফিল্মি কায়দায় চুরির অভিনব ফন্দি এখন প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে।

ওই ব্যক্তি একা এই চুরির ঘটনা ঘটায় বলে প্রাথমিক ভাবে  সিসিটিভি ফুটেজে ধরা পড়ে । কিন্তু কীভাবে সবার নিজর এড়িয়ে হাজরার মত জনবহুল এলাকায় এই চুরির ঘটনা ঘটল তা নিয়ে রীতিমতো ধন্দে স্থানীয় মানুষ । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

 

 

Related Articles