রাজনীতি

মানিপাওয়ার- মাসলপাওয়ারকে নিশানা, বাংলার বিরোধীদের উৎখাতের ডাক

Abhishek Banerjee vote campaigning

The Truth of Bengal: বাবাসাহেব আম্বেদকর যে ক্ষমতা মানুষের হাতে তুলে দিয়েছিল,সেই সংবিধান বিজেপি কুক্ষিগত করতে চায়। তাই সংবিধান ধ্বংসকারী বিজেপিকে উত্খাত করবে এই বাংলা। আবারও প্রচার মঞ্চ থেকে সোচ্চার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বিজেপি টাকা দিতে এলে তার ফাঁদে পা না দিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার ডাকও দেন অভিষেক।

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সুর ক্রমশ চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার জোড়া সভা থেকে অভিষেকের হুঙ্কার,দিল্লিতে উত্খাত করতে বিজেপির সরকার,তৃণমূলই দরকার। যাঁরা কোনওদিন মেরুদণ্ড বিকোবে না,যাঁরা এজেন্সির কাছে মাথা নত করবে না তাঁদেরই সংসদে পাঠানোর আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি নানুর ও রাণীগঞ্জে সভা করেন। দুই সভাতেই বিজেপির মানিপাওয়ারও মাসল পাওয়ারের রাজনীতিকে তুলোধনা করেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে অভিষেকের আহ্বান, যাঁরা সারা বছর বাংলার মানুষকে টাকা  দেয়নি,১লক্ষ ১৬হাজার কোটি টাকা আটকে রেখেছে  তাঁদের উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন অভিষেক।

কখনও সেন্ট্রাল এজেন্সি,কখনও আয়কর দফতর ভয় দেখাচ্ছে তৃণমূল নেতাদের। ক্ষমতা ধরে রাখতে বেপরোয়া বিজেপি সর্বগ্রাসী হয়ে উঠেছে।কোনভাবেই সংসদে তৃণমূলের সাংসদরা অন্যদলের মতো বিজেপির কাছে আত্মসমর্পণ করেনি,করবে না। ডর না পেয়ে মাটি কামড়ে লড়াইয়ের জন্য এবার বাংলার প্রতি হিংসা করা বিজেপিকে বোল্ড আউট করার ডাকও দিয়েছেন অভিষেক।সাত পর্যায়ে নির্বাচনে স্বৈরাচারীদের সর্বোতভাবে জবাব দেওয়ার জন্য সুরও চড়িয়েছেন তিনি। ১৩ মে বোলপুর ও বীরভূমে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। ২০১১-তে ওই দিনেই ক্ষমতায় আসে তৃণমূল সরকার। সেই কথা স্মরণ করিয়ে অভিষেক বলেন, এবারও বিজেপিকে ওই দিন বিজেপিকে বিদায় দিতে হবে।

Related Articles