রাজ্যের খবর

মে দিবসে শ্রমিকদের নিয়ে একি করলেন বিজেপি প্রার্থী? দেখে অবাক সকলে

BJP candidate did one with the workers on May Day? Everyone was surprised

The Truth Of Bengal : হুগলি ,রাকেশ চক্রবর্তী : আজ  সকালে বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলের শ্রমিক মহল্লায় প্রচারে যান লকেট চট্টোপাধ্যায়।তিনি বিজেপি শ্রমিক সংগঠন চটকল মজদুর ইউনিয়ন ভবনে কর্মিদের ও ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে বৈঠক করেন।মিলের বর্তমান পরিস্থিতি জানতে চান।মজদুররা মিলের বিভিন্ন সমস্যার কথা জানান। তিনি শ্রমিকদের আশ্বস্ত করে বলেন মোদি চটকল শ্রমিকদের জন্য অনেক কিছু ভেবে রেখেছেন।আগামীদিনে শ্রমিকরা যাতে আরো বেশি কাজ পাই সেটা নজর রাখা হবে।আমি আগেও এখানে এসেছি।

মে দিবসের মাতৃ শক্তিদের সঙ্গে দেখা করলাম।তিনি আরো বলেন শ্রমিকদের না জানিয়ে তৃণমূল চটকল মালিকদের সঙ্গে মিলে কাজের দিন কমিয়ে দিচ্ছে,কালো চুক্তি করছে।আগামীদিনে নতুন পলিশি ঠিক করে কাজ করবো শ্রমিকদের স্বার্থে। প্রধানমন্ত্রী বলে ছিলেন ২০২২ সালের মধ্যে সবার ঘর পাকা হবে কিন্তু মজদুররা এখনো টালি ঘরে থাকেন,এই প্রসঙ্গে তিনি বলেন এর জন্য দায়ী তৃণমূল।ঘরের টাকা লুট করেছে।যাদের পাওয়ার কথা তারা পাইনি।আগামীদিনে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হবে তাকে সেই ভাবেই ট্রিট করা হবে।ইসলামপাড়া হাল্ট স্টেশনে আরো ট্রেন দাঁড়ানো নিয়ে বলেন প্রোপোজাল দিয়েছি, ট্রেন স্টপেজ নিয়ে আগামীদিনে কোনো সমস্যা থাকবেনা।।

Related Articles