রাজনীতিরাজ্যের খবর
ইভিএম বিভ্রাটের জেরে ভোট শুরুতে দেরি, লাইন ছেড়ে ঘরে ফিরলেন ভোটাররা!

The Truth Of Bengal: ভোটাররা ভোট না দিয়েই ফিরে গেলেন ঘরে এমনটাই অভিযোগ আসছে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ থেকে। ইতিমধ্যেই দেশ জুড়ে শুরু হয়েছে ভোটপর্ব।সেখানেই খবর আসছে রাজগঞ্জ ব্লকের ১৮/৬৮ নম্বর বুথে ভোট শুরু হতে দেরি হয় প্রায় ৪৫ মিনিট। আর সেকারণেই সাত সকালে গরমের মধ্যেই ভোটের লাইন পড়ে।
ইভিএম বিভ্রাট-এর কারণেই ভোট শুরু করতে দেরি হয় এদিন। যার ফলে গরমে ভোটের লাইনে ভোটারদের দাঁড়িয়ে থাকতে হয় প্রায় এক ঘণ্টা। অনেক অপেক্ষা করে ভোট শুরু না হওয়ায় অনেকেই ভোট না দিয়ে ফিরে যান। এদিন নির্ধারিত সময়ে ভোট শুরু হওয়ার কথা ছিল এই বুথে।
নিজের অধিকার প্রয়োগ করার জন্য মানুষ উপস্থিত হয় বুথে। কিন্তু, ইভিএম বিভ্রাটের কারণে ভোট শুরু না হওয়ায় অনেকেই বিরক্ত হয়ে ফিরে যান। পরে ভোতযন্ত্র স্বাভাবিক হলে শুরু হয় ভোটগ্রহণ।