মসনদের লড়াইরাজনীতিরাজ্যের খবর

বিস্ফোরক শুভেন্দু: বিজেপি তে যোগ দিতে চেয়েছিলেন উদয়ন, পাল্টা চ্যালেঞ্জ উদয়নের

Explosive Subvendu: Udayan wanted to join BJP, Udayan counter-challenged

Truth of Bengal Desk : লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে, জোর কদমে চলছে প্রচার। আর সেই প্রচারের ঝাঁজ কয়েকগুণ বেড়ে গেলো শুভেন্দু অধিকারীর বক্তব্যে । নির্বাচনী জনসভা থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ।  নিশীথ প্রামাণিক এর সমর্থনে ভোট প্রচারে দিনহাটায় গিয়েছিলেন শুভেন্দু। সেখানে মঞ্চ থেকে তিনি বিস্ফোরক দাবি করে বলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যাওয়ার চেষ্টা করেছিলেন উদয়ন গুহ, কিন্তু তা হয়নি। শুভেন্দু অধিকারী আরো বলেন সরকারি ফ্ল্যাটে বসে বিজেপিতে যোগদান করার ইচ্ছের কথা জানিয়েছিলেন উদয়ন গুহ ।

যদিও উদয়ন গুহ তিনি একথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন বলতে গেলে অনেক কথাই বলা যায় । কিন্তু একটা প্রমাণ দেখান। সেই সঙ্গে আরো বলেছেন যদি তাই হয় তাহলে ২০২১ সালে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে এই কথাটা কেন বলেননি শুভেন্দু অধিকারী। এভাবে শুভেন্দুকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন উদয়ন গুহ। আর বিজেপিতে যদি যাওয়ার হয় তাহলে শুভেন্দু অধিকারীর হাত কখনোই ধরতেন না উদয়ন গুহ । স্বাভাবিক ভাবেই ভোটের ৪৮ ঘন্টা আগে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নতুন করে জল্পনা উসকে দিয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রে।

 

 

Related Articles