রাজনীতি

ডায়মন্ড হারবারে হেরে যাওয়ার ভয়েই কি পিছিয়ে গেলেন নওশাদ? কি বলছে আইএসএফ

Naushad was afraid of scoring in Diamond Harbour! Sarcasm Trinamool-Left-Congress

The Truth of Bengal: আইএসএফের তরফে অন্য প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে। ডায়মন্ডহারবারে অভিষেককে হারানোর জন্য সবার আগে হুঙ্কার ছোঁড়েন নওশাদ সিদ্দিকি। দাবি করেন,অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোই তাঁর বড় চ্যালেঞ্জ।কিন্তু যতটা গর্জালেন,ততটা বর্ষালেন না। মাঠে নামবে বলে সুর তুলেও আসর ছেড়ে দিলেন। বাংলার ভোটে  চমক দেওয়ার হুঙ্কার ছুঁড়েও রণেভঙ্গ দিলেন নওশাদ।

স্পষ্ট হয়ে যায়,নওশাদ আর লড়ছেন না।তার জায়গায়,অন্য প্রার্থী দাঁড় করানো হয়েছে।নওশাদের এই রণেভঙ্গ দেওয়ার সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য।সোশ্যাল মিডিয়ায় দেবাংশুর তোপ,পান্তা ভাত খেয়ে বিরিয়ানীর ঢেঁকুর তোলা উচিত নয়। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট বেঁধে দিয়েছেন,এবার রেকর্ড ভোটে জিততে হবে।

Related Articles