ফের জুটিতে লুটতে আসছেন এই হিট জোড়ি, কারা তাঁরা ?
This hit pair is coming to steal again, who are they?

The Truth Of Bengal: ১০ বছর পরে জুটি বাঁধছেন বলিউডের সুপারহিট জোড়ি পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা ও অভিনেতা সলমন খান! দুজনের বন্ধুত্ব দীর্ঘদিনের। ১০ বছর আগের ইদে মুক্তি পেয়েছিল এই জুটির “কিক”! ২০২৫ এর ইদের জন্য বড় ঘোষণা করলেন তাঁরা। তবে, ছবির নাম বা নায়িকা কে হবেন তা প্রকাশ্যে না এলেও ছবির পরিচালনায় যে দক্ষিণি পরিচালক এ আর মুরুগাদোসকেই বেছে নিয়েছেন প্রযোজক সাজিদ সে কথায় সিলমোহর দিয়েছেন স্বয়ং ভাইজান সলমন খান।
তমন্নার পরনে গেরুয়া পোশাক! তবে কি রাজনীতিতে নামছেন নায়িকা?
পরনে গেরুয়া বসন, কপালে তিলক, এক হাতে ডমরু আর অন্য হাতে পবিত্র লাঠি। বলিউড নায়িকা তমন্না ভাটিয়ার এহেন লুকে একেবারে থ বনে গেছে নেটিজেনরা। কাশি ঘাটে দাঁড়িয়ে থাকা তমন্নাকে এই বেশে দেখে, প্রশ্ন উঠতেই পারে। সেকি তবে সিনেমা ছেড়ে এবার সন্যাস নিতে চলেছে? ব্যাপারটা আদতে তা নয় অভিনেত্রীর পরবর্তী ছবি ওদেলা টু আসতে চলেছে আগামি জুনে। তার আগে প্রকাশ পেল এই ছবিতে তমন্নার লুক। তবে, ছবিতে নাকি সন্যাসীনীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। প্রিয় নায়িকার এই ছবি দেখে অনেকেই তাঁকে শিবভক্তের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন।