ঝাড়গ্রামের প্রশাসনিক সভায় সাহিত্যিক কালীপদ সোরেনকে বঙ্গবিভূষণ সম্মান দিলেন মুখ্যমন্ত্রী
The Chief Minister gave Bengali Bhushan honor to writer Kalipada Soren in the administrative meeting of Jhargram

The Truth of Bengal: জঙ্গলমহল সফরের শেষদিনে ঝাড়গ্রামে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে জেলার মানুষের জন্য একগুচ্ছ প্রকল্প উপহার দেন। সেই সঙ্গে জেলার গুণীজনদের সংবর্ধনা জানান। ঝাড়গ্রামের অন্যতম পরিচিত সাহিত্যিক কালীপদ সোরেনকে বঙ্গবিভূষণ সম্মান দিয়ে সম্মান জানান মুখ্যমন্ত্রী। মঞ্চে ডেকে ওই সাহিত্যিকের হাতে রাজ্যের অন্যতম বড় সম্মান বঙ্গবিভূষণ তুলে দেওয়া হয়।
এছাড়াও আরও অনেককে বিভিন্ন সম্মান দিয়ে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী। সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার তুলে দেন গোরাচাঁদ মুর্মুর হাতে, সাধু রামচাঁদ মুর্মু স্মৃতি পুরস্কার তুলে দেন দুবাই টুডুর হাতে, পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি পুরস্কার তুলে দেন যতীন টুডু ও প্রসেনজিৎ মান্ডির হাতে, বীরসা মুন্ডা স্মৃতি পুরস্কার তুলে দেন সুভাষ হাঁসদার হাতে, সিধু কানু স্মৃতি পুরস্কার তুলে দেন লক্ষী মান্ডির হাতে, সুনীল দাসকে মরণোত্তর সম্মান দেওয়া হয়। তাঁর পুত্র রাহুল দাসের হাতে সেই সম্মান তুলে দেওয়া হয়।
ঝাড়গ্রামে পরিষেবাপ্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠনের হাতে তুলে দেন ধামসা, মাদল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে চোখের আলো প্রকল্পের চশমা তুলে দেওয়া হয় অনেকের হাতে। হাতির হামলায় মৃত ব্যক্তির পরিবারের সদস্যের চাকরির নিয়োগপত্র-সহ একাধিক সরকারি পরিষেবা উপভোক্তাদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছ থেকে এতগুলি প্রকল্পের সহয়তা পেয়ে খুশি ঝাড়গ্রাম জেলার মানুষ।