দার্জিলিং যেতে বিশেষ ট্রেন,রেলকে অনুরোধ রাজ্যপালের
Governor requested special train to go to Darjeeling

The Truth of Bengal: কলকাতা রাজভবন থেকে দার্জিলিং রাজভবনে অতিথিদের নিয়ে যাওয়ার জন্য শান্তি ও সম্প্রীতি ট্রেন চাইলেন রাজ্যপাল। বিশেষ ট্রেন দেওয়ার জন্য পূর্ব রেলের জিএম মিলিন্দকে দেওস্কর-কে অনুরোধ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল জানান, দার্জিলিংয়ে চা উৎসব হয় প্রতিবছর। সেই উপলক্ষে সেখানে শিশু, যুবক, মহিলা, খেলোয়াড় থেকে সমাজের বিভিন্ন অংশের মানুষ কলকাতা রাজভবন থেকে দার্জিলিং রাজভবনের অতিথি হবেন। তাদের জন্য প্রতিবছর একটি বিশেষ ট্রেন দেওয়া হোক।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশজুড়ে ৫৪৪টি রেল স্টেশনের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রীর ‘অমৃত ভারত’ প্রকল্পের অধীনে স্টেশনগুলি তৈরি হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গও বেশ কয়েকটি স্টেশন আছে। ব্যান্ডেল, চন্দননগর, ডানকুনির মতো স্টেশনগুলি আধুনিকরণ করার কথা আছে। প্রধানমন্ত্রী সোমবার তার শিলান্যাস করেন। এদিন সেই অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যপাল আসেন ব্যন্ডেল স্টেশনে। ব্যান্ডেল রেল স্টেশন থেকে ‘উন্নয়ন ও এগিয়ে চলা’র বার্তা দেন রাজ্যপাল।
ব্যান্ডেল রেল স্টেশন আধুনিকরণের জন্য ৩০৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রেলের তরফে। এ ছাড়াও চন্দননগরে ১৮ কোটি এবং ডানকুনিতে ১৫ কোটি টাকা খরচ করে ঢেলে সাজানো হবে। পাশাপাশি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের অধীনে আরও অনেকগুলি স্টেশনকে সাজিয়ে তোলা হবে। ব্যান্ডেল স্টেশনের সামনে শরৎ ইনস্টিটিউটে তৈরি হয় অনুষ্ঠানমঞ্চ। জায়ান্ট স্ক্রিন লাগানো হয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন সরাসরি সস্প্রচারের জন্য। রাজ্যপাল আসার জন্য নিরাপত্তাও জোরদার করা হয় গোটা এলাকায়। অনুষ্ঠানে যোগ দিতে স্পেশ্যাল ট্রেনে হাওড়া থেকে ব্যান্ডেল স্টেশন রাজ্যপাল।