
The Truth Of Bengal : ফেব্রুয়ারির শুরুর থেকেই কমেছে শীতের দাপট । অকাল বৃষ্টির এই তাণ্ডবে অতিষ্ট কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষজন। তুমুল বৃষ্টিতে ভিজেছে একাধিক জেলা। চলতি সপ্তাহের শেষেও বৃষ্টির ভ্রুকুটি বজায় রইল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । একই সাথে অকাল বৃষ্টির সম্মুখীন হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব- পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।
আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে একদিকে বাংলাদেশ থেকে ঘূর্ণাবর্ত ও অন্যদিকে উত্তর-পূর্ব অসমের ঘূর্ণবাতের প্রভাবের কারণেই এই অকাল বৃষ্টির সম্মুখীন হতে হচ্ছে পশ্চিমবঙ্গকে ।
Free Access