রাজ্যের খবর

দুর্ঘটনার কবলে গাড়ি, কোনোক্রমে প্রাণে বাঁচলেন চালক

The driver survived the car accident

The Truth Of Bengal: পথ দূর্ঘটনায় কোনোরকম প্রানে বাঁচল গাড়ির চালক। ঘটনাটি ঘটেছে, আসানসোল কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত পাঁচগাছিয়া থেকে নুনি যাওয়ার পথে। ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, রবিবার সকালে পাঁচগাছিয়া থেকে নুনি যাওয়ার পথে হঠাৎ গাড়িটি বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় কোনো রকমে গাড়ি ঠিক হলে গাড়ি নিয়ে ওই এলাকা থাকে বেরোনো সময় পিছন দিক থেকে অন্য একটি ধাক্কা মারে তাঁর গাড়িটিতে। যার ফলে গাড়িটি পুকুরের জলে পড়ে যায়। এরপর গাড়ির চালক কোনো রকমে গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হলে প্রাণে বেঁচে যায়।

এরপর স্থানীয়রা ঘটনাস্থলে এসে প্রথমে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ। এরপর সোমবার সকালে ক্রেন এর সাহায্যে গাড়ি টিকে পুকুর থেকে উদ্ধার করা হয়।

FREE ACCESS

Related Articles