দেশ

‘লিভ ইন’ সম্পর্কে ‘কোপ’, প্রশাসনে নথিভুক্ত করতে হবে সম্পর্ক

'live in', the relationship must be documented in the administration

The Trtuh of Bengal: উত্তরাখণ্ড বিধানসভায় পেশ হয়ে গেল ‘অভিন্ন দেওয়ানি বিধি’ সংক্রান্ত বিল। দেশের প্রথম রাজ্য হিসাবে উত্তরাখণ্ড সরকার এই বিল বিধানসভায় পেশ করল। পাস হওয়ার পর আইন হয়ে গেলে লিভ ইন সম্পর্কে বেশকিছু বদল আসবে। চাইলেই আর নিজেদের ইচ্ছেমতো লিভ ইন সম্পর্ক করা যাবে না। এবার সরকারিভাবে নথিভুক্ত করতে হবে লিভ ইন সম্পর্ক। নিয়ম না মানলে হতে পারে শাস্তি। হতে পারে মোটা অঙ্কের জরিমানাও। লিভ ইন সম্পর্ক নিয়ে একাধিক কড়া নিয়মের উল্লেখ রয়েছে উত্তরাখণ্ডে পেশ হওয়া অভিন্ন দেওয়ানি বিধি বিলে। বিল পাস হওয়ার পর আইন হলে উত্তরাখণ্ড হবে প্রথম রাজ্য।

  • ‘লিন ইন’ সম্পর্কের মেয়াদ মাত্র এক মাস
  • তারপর বিয়ে না করলে জেল যাত্রা নিশ্চিত
  • কেন্দ্রের ‘ইউনিফর্ম সিভিল কোড’ চালু উত্তরাখণ্ডে
  • বাবা-মায়ের সম্মতি ছাড়া ‘লিভ ইন’ করলে ৬ মাসের জেল
  • ‘লিভ ইন’-এর আগে জেলা প্রশাসনের কাছে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
  • লুকিয়ে ‘লিভ ইন’ করলে ৬ মাসের জেল যাত্রা নিশ্চিত
  • প্রাপ্তবয়স্কদের মৌলিক অধিকারে হস্তক্ষেপের অভিযোগ

এবার কোনও যুগল ‘লিভ-ইন’ করতে চাইলে প্রশাসনের কাছে কাছে নথিভুক্ত করতে হবে। ‘লিভ-ইন’ সম্পর্কের ‘ঘোষণাপত্র’ রাখতে হবে সঙ্গে। যদি তা কেউ না দেখাতে পারেন তা হলে জরিমানা ও জেলা হতে পারে। কেউ যদি প্রশাসনের কাছে লিভ ইন সম্পর্ক নথিভুক্ত না করে সম্পর্কে থাকেন তা হলে আরও বড় শাস্তি হতে পারে। বহু জল্পনা, আলোচনা ও খসড়া নিয়ে তর্ক-বিতর্কের পরে অবশেষে উত্তরাখণ্ডের বিজেপি সরকার পেশ করল দেশের প্রথম ‘অভিন্ন দেওয়ানি বিধি’ সংক্রান্ত বিল। গোটা দেশে তীব্র আলোড়ন পড়েছে এই বিল নিয়ে। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, প্রাপ্তবয়স্ক যুবক-যুবতীদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে চলেছে উত্তরাখণ্ড সরকার।

Related Articles