রানিগঞ্জে বাড়ছে বালি মাফিয়াদের দাপট! নীরব দর্শকের ভূমিকায় স্থানীয় প্রশাসন
Sand mafia in raniganj

The Truth of Bengal: বালি মাফিয়াদের দাপট বাড়ছে রানিগঞ্জে। মেজিয়া ঘাট ও টিরাট দামোদর নদী ঘাট থেকে প্রতিদিন শত শত ট্রাক্টর অবৈধভাবে বালি উত্তোলন করছে বলে অভিযোগ। রানিগঞ্জ থানার নিমচা ফান্দির অন্তর্গত বল্লভপুর মেজিয়া ঘাট ও টিরাট দামোদর নদী ঘাট থেকে প্রতিদিনই এমনটা ঘটছে। অভিযোগের তির পরিমল নামে এক মাফিয়া বিরুদ্ধে। অভিযোগ, পুলিশ ও স্থানীয় নেতাদের নীরব দর্শকের ভূমিকার কারণে এই ধরণের বালি মাফিয়াদের মনোবল অনেকটা বেড়েছে।
গভীর রাত থেকে দুপুর ১২টা পর্যন্ত অবৈধভাবে বালি উত্তোলনের ব্যবসা চলে আসায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। এখন বালি উত্তোলনের পাশাপাশি নদীর তীর থেকেও অবৈধ ভাবে কয়লা উত্তোলনও শুরু হয়েছে। রানিগঞ্জের মথুরা চণ্ডী এলাকায় দামোদর নদীর তীরে বালি উত্তোলন করতে গিয়ে মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে কয়লা।
এই বিষয়ে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পল রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে নিন্দা করে বলেছেন যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় এই ধরনের বেআইনি কাজ চলছে। তিনি বলেন, স্থানীয় লোকজন বালতিতে বা সাইকেলে করে কয়লা নিয়ে যায়।
Free Access