রাজ্যের খবর
বন্দুক ঠেকিয়ে অপহরণের চেষ্টা, পুলিশের তৎপরতায় উদ্ধার ব্যবসায়ী
Attempted kidnapping at gunpoint
The Truth of Bengal: বন্দুক ঠেকিয়ে ব্যবসায়ীকে অপহরণ। কলকাতার হরিদেবপুরের ঘটনা, চাঞ্চল্য এলাকায়। হরিদেবপুর থেকে একটি গাড়িতে করে কিডন্যাপ করা হয় হরিদেবপুর পানশালার কাছে। বন্দুক ঠেকিয়ে ব্যবসায়ীর কাছে কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে দুষ্কৃতীরা।
পুলিশের তৎপরতায় উদ্ধার ব্যবসায়ী। অপারেশন চালিয়ে ৫ জনের দুষ্কৃতী দলের মধ্যে ধৃত ৩ অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয় কিডন্যাপে ব্যবহৃত সাদা রঙের গাড়ি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।