রাজ্যের খবর

ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তির হিড়িক, কমছে সরকারি স্কুল পড়ূয়ার সংখ্যা

Enrollment in English medium schools is limited, the number of government school students is decreasing

The Truth of Bengal: কমতে কমতে এখন স্কুলে ছাত্র সংখ্যা মাত্র ১। আর  একজন ছাত্রের জন্য স্কুলে আছেন দুজন শিক্ষক। যে স্কুলে একসময় শতাধিক ছাত্রছাত্রী ছিল, সেই স্কুলের আজ এমন দশা হয়ে দাঁড়িয়েছে। আশপাশে অনেকগুলি ইংরেজি মাধ্যম স্কুল গড়ে উঠেছে। অভিভাবকরা চাইচ্ছেন নিজের সন্তানকে সেই স্কুলে পড়াতে। ফলে সরকারি স্কুলে কমছে পড়ূয়ার সংখ্যা। এখন সেই স্কুলে পড়ুয়ার সংখ্যা মাত্র ১ । শিক্ষক আছেন ২ জন। আলিপুরদুয়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত স্কুলটি। এলাকাটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজনের বসবাস। ফলে অনগ্রসর এই এলাকাটির স্কুলের ওপর নির্ভর করেন এলাকার গরিব পরিবারগুলি। সেই স্কুলটি বন্ধ হয়ে পড়ার উপক্রম হয়ে পড়েছে।

দুজন শিক্ষক থাকলেও আসেন মাত্র একজন। অন্যজন ছুটি নিয়ে বাড়ি বসে থাকেন। স্কুলটি কী ভাবে পুনর্জীবন লাভ করবে, সে ব্যাপারে শিক্ষকদের কোনও উদ্যেগ নেই। অভিযোগ উঠছে শিক্ষকদের জন্য স্কুল ছাড়ছে ছাত্র-ছাত্রীরা।স্কুলটির বিষয়ে ডিপিএসসি-র চেয়ারম্যান পরিতোষ বর্মন জানিয়েছেন, স্কুলটির সমস্যা নিয়ে বার কয়েক মিটিং হয়েছে। আশপাশে এখন অনেকগুলি ইংরেজি মাধ্যম স্কুল গড়ে উঠেছে। ফলে সেই সব স্কুলে যাওয়ার প্রবণতা বেড়েছে।

তবে স্কুলটি যাতে না বন্ধ সে ব্যাপারে প্রশাসনিক দিক থেকে উদ্যোগ নেওয়া হ্যবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। নতুন রাজ্য সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় অনেক বদল এসেছে। জেলার স্কুলগুলির পরিকাঠামো অনেক বাড়ানো হয়েছে। পর্যাপ্ত শিক্ষক দেওয়া হয়েছে। তাও আজকাল সন্তানদের ইংরেজি মাধ্যমে স্কুলে পাঠানোর বিষয়ে অগ্রাধিকার দিচ্ছেন অভিভাবকরা। তাও অনেক স্কুলে কমেছে পড়ুয়ার সংখ্যা। তবগে অভিভাবকরা এগিয়ে এসে সন্তানদের সরকারি স্কুলে পাঠালে বদলাতে পারে সেই চিত্র। সেই আবেদন করা হয়েছে জেল বিদ্যালয় বিভাগের তরফে।

Related Articles