দেশ

রাম মন্দির উদ্বোধনে সরকারি ছুটি উত্তরপ্রদেশে, কেন্দ্র শাসিত পাঁচ রাজ্যে থাকছে ড্রাই ডে

Dry day in five states for the inauguration of Ram temple

The Truth of Bengal: কেন্দ্রের তরফে রাজ্যের সরকারদের অনুরোধ জানানো হয়েছিল যে রাম মন্দির উদ্বোধনের দিন দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হোক। তবে আগামী ২২শে জানুয়ারি পাঁচ রাজ্যে ঘোষণা করা হলো ড্রাই ডে। সবকটি রাজ্য বিজেপি শাসিত রাজ্য।

এই পাঁচটি রাজ্যের তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম, ছত্তিশগড়, এবং উত্তরাখণ্ড  মনে করা হচ্ছে রাম মন্দির উদ্বোধনের আগে বেশ কয়েকটি রাজ্যে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও উত্তরপ্রদেশের তরফে ইতিমধ্যেই আগামী ২২ শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন সরকারি ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে।

সোমবার উত্তর প্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে মন্দির উদ্বোধনের দিন রজের সমস্ত অফিস ছুটি থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী  যোগী আদিত্যনাথ এর তরফে জানানো হয়েছে রাজ্যের সমস্ত স্কুল এবং অফিস সেদিন বন্ধ রাখা হবে। এছাড়াও বন্ধ রাখা হবে সমস্ত মদের দোকানও। তবে এখ নও অন্যান্য রাজ্যের সরকারি ছুটি ঘোষণা নিয়ে সংশয় রয়েছে।

Related Articles