ইডির সমন এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল, এই নিয়ে তৃতীয় বার ইডির ডাকে সাড়া দিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী
Arvind Kejriwal avoided ED's summons, the Delhi Chief Minister did not respond to ED's call for the third time

The Truth Of Bengal: আবগারি দুর্নীতি মামলায় হাজিরা দিচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে তৃতীয় বার ইডির ডাকে সাড়া দিলেন না অরবিন্দ।
ইডির সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৩ জানুয়ারি তাঁকে ইডি দপ্তরে এসে দেখা করতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ২২ ডিসেম্বর তাঁকে সমন পাঠানো হয়। কিন্তু বুধবার সকালে আম আদমি পার্টির প্রধান জানিয়ে দেন, তিনি ইডি দপ্তরে আসছেন না। কেন আসছেন না, তার কারণও দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে ইডি সূত্রে খবর।
একদিকে আবগারি দুর্নীতির অভিযোগ জেল খাটচ্ছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী। এই ইস্যুতেই গতবছর দু বার সমন পাঠানো হয়েছিল কেজরিওয়ালকে। সেই দুবারই তিনি ইডির দফতরে যাননি। আপের তরফে দাবি করা হয়েছিল, লোকসভা ভোটের আগে বিরোধীদের কোমড় ভাঙতেই এই সমন। কারণ, কেজরিওয়াল হাজিরা দিলেই তাঁকে গ্রেফতার করা হবে।
অন্যদিকে বিরোধী জোটের হয়ে আপ নেতা যাতে প্রচার করতে না পারেন, সেই কৌশলেই এই সমন করা হচ্ছে। এদিন অবশ্য আপের তরফে দাবি করা হয়েছে, আবগারি দুর্নীতিতে কেজরিওয়ালকে সমন পাঠানো বেআইনি। এই ব্যাপারে তারাও ইডিকে জিগাসা করেছিল। কিন্তু সমন সম্পর্কে ইডির পক্ষ থেকে স্পষ্ট কিছু বলা হয়নি।
Free Access