রাজ্যের খবর

শ্মশানে যত্রতত্র ছড়িয়ে গীতা,শ্মশান-যাত্রীদের সচেতন হওয়ার বার্তা

Gita

The Truth of Bengal: পূর্ব বর্ধমানের নির্মল ঝিল এলাকায় শ্মশানে যত্রতত্র ছড়িয়ে গীতা ও নামাবলী। পুরোহিতের মতে, হিন্দু ধর্মীয় নিয়ম অনুযায়ী মৃত দেহের সাথে পুজা পাট করা হয় গীতা ও নামাবলীকেও। তারপর সযত্নে গীতা ও নামাবলীকে নির্দিষ্ট স্থানে রেখে দেও হয়।

অভিযোগ উঠেছে মৃতদেহ সৎকারের পর গীতা ও নামাবলী যত্রতত্র ফেলে রেখে চলে যাচ্ছেন শ্মশান যাত্রীরা। গীতার অসম্মান হচ্ছে। এই বিষয়ে বর্ধমান পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বলেন পবিত্র এই ধর্মগ্রন্থের পবিত্রতা বজায় রাখার দায়িত্ব সবার।

গীতার পবিত্রতা কোনোভাবে যাতে নষ্ট না হয় তা সকলকেই নজর রাখতে হবে। ধর্মপ্রাণ মানুষের বক্তব্য কোনোভাবেই যাতে পবিত্র গীতার অসম্মান না হয়। শ্মশানের নির্দিষ্ট স্থানেই যেন তা রাখা হয়। প্রত্যেক শ্মশান যাত্রীকেও এই নিয়ে সচেতন হতে হবে।

Related Articles