চাকরিরাজ্যের খবর

রাজ্য সরকারি সংস্থায় ফিনান্সিয়াল এক্সপার্ট নিয়োগ

Recruitment of Financial Expert in State Govt

The Truth Of Bengal, Mou Basu : রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারি সংস্থা ওয়েস্টবেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট কোঅপারেটিভ কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিটিডিসিসি)-এ ৬ মাসের জন্য চুক্তিভিত্তিক ভাবে ব্যাঙ্কিং ও ফিনান্সিয়াল এক্সপার্ট নিয়োগ করা হবে। একটই শূন্যপদ। ২৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইট ”www.wbtdcc.org” মারফত। মাসে বেতন মিলবে ৪৫ হাজার টাকা করে।

কী কী যোগ্যতা লাগবে-
১) রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ঋণদানের অভিজ্ঞতা থাকতে হবে। বিশদভাবে ও নিখুঁত ভাবে তথ্য সংগ্রহের দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস বিশেষ করে এমএস এক্সেল নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে। প্রশ্ন জিজ্ঞেস করা, তার ওপর ভিত্তি করে রিপোর্ট লেখা ও প্রেজেন্টেশন দেওয়ার দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। হিন্দি জানা থাকলেও ভালো। প্রতিমাসে ১০-১৫ দিন বাইরে বাইরে কাজের সূত্রে ঘোরাঘুরি করতে হতে পারে।

কীভাবে প্রার্থী বাছাই করা হবে —
১) লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, কম্পিউটার পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
২) একমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। আর কোনো রকম ভাবে আবেদন গ্রাহ্য নয়। বাছাই করা চাকরিপ্রার্থীদের ইমেইল আইডি মারফত জানানো হবে। তাই আবেদনপত্রের সঙ্গে বৈধ মোবাইল বা ফোন নম্বর ও ইমেইল আইডি দিতে হবে।
৩) বাছাই করা চাকরিপ্রার্থীদের নামের তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে।
৪) অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
৫) আবেদনপত্রের সঙ্গে চাকরিপ্রার্থীদের ছবি, জন্মতারিখ, ঠিকানা, সই দিতে হবে

 

FREE ACCESS

Related Articles