অরুণাচলে শস্ত্রপুজো করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, শ্রদ্ধাজ্ঞাপণ করলেন শহিদদের প্রতি
Rajnath at Tawang

The Truth of Bengal: অরুণাচলে মঙ্গলবার তাওয়াং ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপণ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সীমান্ত নজদারিতে অতন্দ্র প্রহরায় যে সমস্ত সেনাকর্মীরা রয়েছেন, তাঁদের ভূয়সী প্রশংসা করেন তিনি।
এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, এই কঠিন পরিবেশ ও পরিস্থিতির মধ্যে দেশের সেনাকর্মীরা যেভাবে দায়িত্ব কাঁধে তুলে নিয়ে দেশের সীমান্ত রক্ষা করছেন, তা কোনও প্রশংসাই যথেষ্ট নয়। তবে দেশবাসী আপনাদের নিয়ে গর্বিত, আপনারা জানেন, এই পোশাকের গুরুত্ব কতটা।
তিনি আরও বলেন, “আপনারা সীমান্তকে সুরক্ষিত রেখেছেন এবং সেই কারণেই বিশ্বের কাছে ভারতের মর্যাদা দ্রুত বাড়ছে। গত আট নয় বছরে ভারতের যে মর্যাদা বেড়েছে, তা স্বীকার করে নিয়েছে সমস্ত উন্নত দেশ। আমি স্পষ্টভাবে বলতে চাই যে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে, দি ভারতের মর্যাদা যেমন বেড়েছে, তেমন দেশের সীমান্ত সুরক্ষা না থাকলে অর্থনৈতিক উন্নতি করা সম্ভব নয়।
দুদিনের জন্য অসম ও অরুণাচল সফরে গিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার অরুণাচলের তাওয়াংয়ে পৌঁছন তিনি। এদিন দেশের শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপণের পর শস্ত্র পুজো করেন তিনি। এবং সেনাকর্মীদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানান। তাঁর সঙ্গে ছিলেন, দেশের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে।