রাজ্যের খবর
ফের সক্রিয় গরুপাচার চক্র, জামুরিয়াতে বাজেয়াপ্ত গরু বোঝাই লরি
১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি গরুবোঝাই লরি যাচ্ছিল

The Truth of Bengal: রাজ্যে গরু পাচার নিয়ে সিবিআইয়ের একটি মামলা চলছে। মাঝে কটামাস একটু ধামা চাপা থাকলেও, ফের সক্রিয় হয়ে উঠছে গরু পাচার চক্র। বুধবার রাতেই জামুরিয়ায় বাজেয়াপ্ত করা হয়েছে ৩১টি গরুবোঝাই একটি লরি। লরিটিকে ধরে ফেলেন স্থানীয়রা। লরির চালক ও খালাসি পলাতক।
স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে আসনসোলের ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি গরুবোঝাই লরি যাচ্ছিল। লরিটিতে ১৮টি গরু ছিল এবং ১৩টি বাছুর। লরির গতিবিধি সন্দেহজনক লাগাতেই, স্থানীয় বাসিন্দারা লরিটিকে পাকড়াও করে। পরিস্থিতি বেগতিক দেখে লরির চালক ও খালাসি চম্পট দেয়। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়।
সূত্রের খবর, লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। মোট ৩১টি গরু ও বাছুর ছিল, তার মধ্যে একটি মৃত। লরির মালিকের খোঁজ চালানো হচ্ছে। গরু নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও বৈধ কাজপত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।