দুর্ভোগ এড়াতে ৬ দিন বন্ধ থাকবে পানাগর মোড় গ্রাম 14 নম্বর রাজ্য সড়ক
The road will be closed for 6 days to avoid suffering

The Truth of Bengal: কুনুর নদীর সেতু সংস্কারের জন্য ৬ দিন বন্ধ থাকবে পানাগর মোড় গ্রাম 14 নম্বর রাজ্য সড়ক, দুর্ভোগ এড়াতে উল্টো পথে যাতায়াতের নির্দেশিকা। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ রাস্তা পানাগড় মোড়গ্রাম ১৪নং রাজ্য সড়ক।কুনুর নদীর দুর্বল সেতু রয়েছে এই রাজ্য সড়কের মধ্যে। কুনুর নদীর দুর্বল সেতু বেয়ে ভারী গাড়ি থেকে যাত্রীবাহী গাড়ি সবই যাতায়াত করে। অহরহ গাড়ি যাতায়াতের ফলে দুর্বল সেতুতে বড় বড় ফাটলও দেখা দেয়। মাঝে এই সেতু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু মাঝ পথেই থমকে যায় কাজ। দুর্ঘটনা রুখতে দুর্বল সেতুকে জোরকদমে সংস্কারের উদ্যোগ নিয়েছে পূর্ত সড়ক দপ্তর।
সেই কারণেই চলতি মাসের ২৬ তারিখ সকাল থেকে ৩০ তারিখ মধ্যরাত পর্যন্ত এই সেতুর উপর যান চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। কলকাতা, বর্ধমান হয়ে কোন গাড়ি বীরভূমের দিকে যেতে গেলেও এই রাজ্য সড়ক ধরে যেতে হয়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলার মানুষ উত্তরবঙ্গে যেতে গেলে এই রাজ্য সড়ক অবলম্বন করতে হয়। যাত্রীদের দুর্ভোগ এড়াতে ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। বাস মাতৃযান এবং ছোট গাড়িকে পানাগর মুচিপাড়া ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে মুচিপাড়া থেকে ডান দিকে ঘুরে মলানদিঘি রাস্তা ধরতে হবে।
তারপর ডানদিকে ঘুরে রঘুনাথপুর যাওয়ার রাস্তা ধরতে হবে। এবং সেখান থেকেই আবার ১৪ নম্বর রাজ্য সড়ক ধরে বীরভূমে যেতে হবে বা উত্তরবঙ্গে যেতে হবে। পণ্যবাহী গাড়ি যাতায়াতের ক্ষেত্রে বুদবুদ, দুর্গাপুর বা বাঁকুড়া থেকে ১৯নং জাতীয় সড়ক ধরে পাঞ্জাবি মোড় পৌঁছাতে হবে। সেখান থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বীরভূমের দিকে যেতে হবে। পাশাপাশি বর্ধমান নবাবহাট মোড় থেকে গুসকরা বোলপুর ইলামবাজার জাতীয় সড়ক ঘুরে বীরভূমে বা উত্তরবঙ্গে যাতায়াত করতে হবে। এমনটাই জানালেন কাঁকসার ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সাজাউদ্দুল হক।