হরিয়ানা জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, আহত বহু
র্ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু করে।
Truth Of Bengal: সাতসকালে জাতীয় সড়কে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। একের পর এক বাসের ধাক্কায় অন্তত তিন থেকে চারটি বাস দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু করে। স্থানীয়রা প্রথমে আহতদের উদ্ধার করতে সাহায্য করেন। পরে দ্রুত আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, সকালে ঘন কুয়াশার কারণে জাতীয় সড়কের দৃশ্যমানতা কমে যাওয়ায় এই ধাক্কা লেগেছে। পুলিশের তরফে অন্যান্য দিকও যাচাই করা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে হরিয়ানার রেওয়াড়ি জেলার ৩৫২ডি জাতীয় সড়কের উপর। স্থানীয়দের বরাতে জানা যায়, হঠাৎ করে প্রবল শব্দের সঙ্গে ধাক্কার ধাক্কা লাগে। বাসগুলির সামনের অংশের অবস্থা এতটাই নাজুক ছিল যে তা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
এই দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়। উল্লেখযোগ্য, একইভাবে শনিবার সকালেও নয়ডার গ্রেটার নয়ডা এলাকার ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে বা কুন্ডলি-গাজিয়াবাদ-পালওয়াল এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়ির ধাক্কা লেগে কয়েকজন যাত্রী জখম হন। সেদিনও ঘন ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। হরিয়ানার জাতীয় সড়কের এই মর্মান্তিক দুর্ঘটনা সেই রেশকেই অনুসরণ করছে।





