দেশ

ঠিক যেন ‘থ্রি ইডিয়টস’-এর র‍্যাঞ্চো! মধ্যরাতে গর্ভবতীর পাশে সাহসী যুবক, দেখুন ভিডিয়ো

অনলাইনে প্রকাশিত এই ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, "জীবনে প্রথমবার করেছি। ভয় লাগছিল, কিন্তু ভিডিয়ো কলে ম্যাডাম সাহায্য করেছেন।"

Truth Of Bengal: রাতের মুম্বই লোকাল ট্রেনে মানবিকতার নজির। রাম মন্দির স্টেশনে এক যাত্রী মাঝরাতে এক গর্ভবতী মহিলাকে সন্তানের জন্ম দিতে সাহায্য করেন। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে, প্রায় ১টার সময়। ট্রেনে যাত্রাকালীন অবস্থায় হঠাৎই প্রসববেদনা ওঠে মহিলার।

প্রত্যক্ষদর্শী মনজিত ঢিল্লন সামাজিক মাধ্যমে জানান, মহিলার শারীরিক অসুবিধা বুঝে এক পুরুষ যাত্রী তৎক্ষণাৎ ট্রেনের জরুরি চেন টেনে ট্রেন থামান। তিনি বলেন, “ওই সময় শিশুটি আংশিকভাবে জন্ম নিয়েছিল। ওই যাত্রীর দ্রুত সিদ্ধান্ত না থাকলে পরিস্থিতি জটিল হতে পারত।”

ভিডিয়ো কলে এক চিকিৎসকের পরামর্শে ওই যাত্রী সফলভাবে প্রসব করান। অনলাইনে প্রকাশিত এই ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, “জীবনে প্রথমবার করেছি। ভয় লাগছিল, কিন্তু ভিডিয়ো কলে ম্যাডাম সাহায্য করেছেন।”

ঢিল্লন আরও জানান, উপস্থিত যাত্রীরা একাধিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু অ্যাম্বুলেন্স পৌঁছতে সময় লাগছিল। শেষ পর্যন্ত এক মহিলা চিকিৎসক ভিডিয়ো কলে পরামর্শ দিয়ে প্রসব সম্পূর্ণ করতে সহায়তা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগে ওই গর্ভবতী মহিলাকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে ভর্তি না নেওয়ায় তাঁরা ট্রেনে ফিরে আসেন। ফেরার পথে ট্রেনেই প্রসববেদনা শুরু হয়।

ঘটনার পর মা ও নবজাতককে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় সামাজিক মাধ্যমে ওই যাত্রীর সাহসিকতার প্রশংসা ছড়িয়েছে।

Related Articles