কলকাতা

ক্ষমা চাওয়া উচিত বিদ্যাসাগরের মূর্তির সামনে, শাহকে খোঁচা অভিষেকের

এবার ৬ বছর আগের ঘটনা উসকে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Truth Of Bengal: কলকাতার মাটিতে পা রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চতুর্থীতে একাধিক পুজোর উদ্বোধন করতে। তার উপর শুক্রবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে। এবার ৬ বছর আগের ঘটনা উসকে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর কলেজে সমাজ সংস্কারককে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তিনি দাবি করেন যে বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত অমিত শাহের।(Abhishek Banerjee)

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “বছর ৬ আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল অমিত শাহের নেতৃত্বেই। বহিরাগতরা তা করেছিল। শহর সেদিন পরিণত করা হয়েছিল জল্লাদদের উল্লাসমঞ্চে। উত্তর ভারতের সংস্কৃতি চাপাতে চেয়েছিল যারা বাইরে থেকে এসেছিল। বাংলার মানুষ তাদের দিয়েছে মূর্তি ভাঙার ফল। সত্যিই আমার খারাপ লাগলো যখন আমি শুনলাম তিনি একটি পুজো উদ্বোধন করতে এসেছেন ১০ মিনিট দূরে। কিন্তু বিদ্যাসাগরের বাড়ি বা বিদ্যাসাগর কলেজে গিয়ে শ্রদ্ধা নিবেদন করি তাঁকে, সেই বিবেকবোধ ওনার নেই। সেই কারণেই বাংলা বিরোধী বলি এদের।”

প্রসঙ্গত, শুক্রবার সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা উদ্বোধনী মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে বেশ কয়েকটি বক্তব্য রাখেন। তিনি দাবি করেন যে বাংলা সহ গোটা ভারতবর্ষে শিক্ষার প্রগতি ও নারী শক্তির জন্য যেই অবদান বিদ্যাসাগর রেখেছেন, তা ভোলার মতো নয়। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেছেন যে মহান সমাজ সংস্কারক নিজের পুরো জীবন সমর্পণ করেছেন এতে।(Abhishek Banerjee)

যদিও রাজনৈতিক মহল এর মধ্যে রাজনীতি দেখছেন কারণ ২০১৯ সালে তিনি যখন প্রচার করতে কলকাতায় এসেছিলেন, তখন বিদ্যাসাগর কলেজের সামনে দিয়ে তাঁর রোড শো যাচ্ছিল। গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের উত্তেজিত করে কলেজে হামলা চালানোর অভিযোগ উঠেছিল। সেদিন আবার ২০০তম জন্মবার্ষিকী ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।

Related Articles