প্রতিশোধ নয়, ন্যায়ের পথে ভারতের সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’, প্রকাশ্যে নতুন ভিডিও
Indian Army's Operation 'Operation Sindoor' is not revenge, but justice, new video released

Truth Of Bengal: ভারতীয় সেনা জানিয়েছে, “অপারেশন সিঁদুর প্রতিশোধ নয়, এটি ন্যায়বিচার।” সেনার ওয়েস্টার্ন কমান্ড রবিবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে এই বার্তা দেশবাসীর সামনে তুলে ধরেছে।
ভিডিওতে দেখা যায়, সেনার এক জওয়ান বলছেন, “পহেলগাঁও হামলার পরে অপারেশন সিঁদুর শুরু হয়। আমাদের উদ্দেশ্য প্রতিশোধ নয়, বরং এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেই শিক্ষা দেওয়া।” আরেক জওয়ান বলেন, “পাকিস্তান যে পোস্টগুলি থেকে হামলা চালিয়েছিল, সেগুলো এখন ধ্বংস হয়ে গেছে।”
Planned, trained & executed.
Justice served.@adgpi@prodefencechan1 pic.twitter.com/Hx42p0nnon
— Western Command – Indian Army (@westerncomd_IA) May 18, 2025
২২ এপ্রিল পহেলগাঁওয়ে টিআরএফ (TRF) নামের একটি জঙ্গি সংগঠন ২৬ নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনার পর ৭ মে ভারত ভোররাতে বড় ধরনের সেনা অভিযান চালায়। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে (PoK) থাকা নয়টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়।
এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালায়। ভারত তৎক্ষণাৎ সেই আক্রমণ প্রতিহত করে এবং পাল্টা জবাবে পাকিস্তানের অন্তত ১১টি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত করে। সূত্র অনুযায়ী, এখন পর্যন্ত ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছে ১০০-র বেশি জঙ্গি এবং ৩৫-৪০ জন পাকিস্তানি সেনা।
অবশেষে ইসলামাবাদ শান্তির অনুরোধ জানালে সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত। সেনার এই পদক্ষেপ প্রমাণ করে, দেশের নিরাপত্তা রক্ষায় ভারত কখনও দুর্বলতা দেখায় না, তবে প্রতিশোধ নয়, বরাবর ন্যায়ের পথেই চলে।