হায়দরাবাদে মর্মান্তিক ঘটনা! ১৪ দিনের শিশুকে খুন করলো বাবা
Tragic incident in Hyderabad! Father kills 14-day-old baby

Truth Of Bengal: হাড়হিম করা কাণ্ড। নিজের কন্যা সন্তানকে ছুরি দিয়ে খুন করলেন বাবা। এমনই ঘটনা ঘটেছে হায়দরাবাদের গোলকুন্ডা থানা এলাকায়। সেখানে ১৪ দিনের এক শিশুকে ছুরিকাঘাতে খুন করে মৃতদেহ আবর্জনার স্তূপে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনার পরেই শিশুটির মা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে আসেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই ধৃত বাবা জগৎ-কে হেফাজতে নিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, নেপালের বাসিন্দা জগৎ। তিনি পেশায় একজন নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। জগৎবাবু নিজের শিশুকে ছুরি দিয়ে খুন করে দেহাবশেষ মৃতদেহ আবর্জনার স্তূপে ফেলে দেন। এরপরেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন শিশুটির মা।
এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘জগৎ নামে এক নেপালি নাগরিক গুলশান কলোনিতে তার স্ত্রী এবং দুই মেয়ের সাথে থাকতেন। বৃহস্পতিবার ভোরের দিকে যখন তার স্ত্রী এবং দুই মেয়ে ঘুমাচ্ছিলেন, জগৎ তার ছোট মেয়েকে তুলে নিয়ে গিয়ে বাড়ির কাছে একটি নির্জন জায়গায় নিয়ে যান। এরপরেই তিনি তাঁর ১৪ দিন বয়সী শিশুকন্যাকে হত্যা করেন। এই ঘটনার পরেই টলিচৌকির একটি আবর্জনার স্তূপের কাছে শিশুটির দেহ ফেলে দেন অভিযুক্ত বাবা। প্রায় সকাল ৫টার দিকে, জগতের স্ত্রী বুঝতে পারলেন যে তার শিশুটি ঘরে নেই। তিনি জগৎকে প্রশ্ন করলে , মেয়েটিকে হত্যা করার কথা স্বীকার করেন। এরপরেই তার স্ত্রী অভিযোগ দায়ের করেছেন এবং আমরা অভিযুক্তকে হেফাজতে নিয়েছি। অভিযুক্ত অপরাধের পিছনের উদ্দেশ্য প্রকাশ করেনি। আরও তদন্ত চলছে।’ পুলিশের প্রাথমিক অনুমান, তিনি কন্যা সন্তান চাননি সেইজন্য জন্মের ১৪ দিনের মাথায় তাকে হত্যা করেন। এখন হত্যার মূল কারণ জানা যায়নি। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। সেইসঙ্গে জগৎকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।