রাজ্যের খবর

ব্রিগেডের উদ্দেশ্যে রওনা নদিয়ার বামপন্থী সমর্থকদের, গান গেয়ে শুরু হলো যাত্রা  

Workers of Nadia's leftist organization set off for the brigade, the journey began with singing

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: কলকাতার ব্রিগেডের উদ্দেশ্যে রওনা নদিয়ার বামপন্থী সংগঠনের কর্মীদের। গতকাল থেকেই নদিয়ার সীমান্তবর্তী এলাকার বামপন্থী কর্মীরা রওনা দিয়েছিলেন কলকাতার উদ্দেশ্যে। রবিবার সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত নদিয়ার বিভিন্ন রেলস্টেশনে পৌঁছায় অসংখ্য কর্মী সমর্থক।

এরপর অসহিষ্ণুতা সহ ধিক্কার প্রতিবাদের মধ্যে দিয়ে বাঁধতে থাকে একাধিক গান, এরপর লোকাল ট্রেন ধরে রওনা দেন ব্রিগ্রেডের উদ্দেশ্যে। তবে সিপিএম কর্মী সমর্থকদের দাবি, প্রত্যেক বছরের মতই এ বছরও ব্রিগেডে জন প্লাবন বয়ে যাবে। সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, ব্রিগেডের সমাবেশ থেকে কি বার্তা দেওয়া হয় সেই দিকে তাকিয়ে কর্মী সমর্থকরা।

তবে একাংশ বাম কর্মী সমর্থকদের দাবি, বিভিন্ন কারণে রাজ্য বাসীকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে তার একটি মূল কেন্দ্রবিন্দু থাকবে আজকের এই ব্রিগেড সমাবেশে। ২৬ এর বিধানসভা নির্বাচনের নিরিখে দলের শীর্ষ নেতৃত্বরা যা দায়িত্ব দেবেন তারা মাথা পেতে পালন করবেন।

Related Articles