রাজ্যের খবর

সঙ্ঘ রাজনীতি ছেড়ে সংসারের পথে দিলীপ ঘোষ, শুভেচ্ছাবার্তা বিধায়ক অসিত মজুমদারের

Dilip Ghosh leaves Sangh politics and enters the world, MLA Asit Majumdar sends his best wishes

Truth Of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী: বঙ্গ রাজনীতির অন্যতম আলোচিত ও বিতর্কিত মুখ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার সঙ্ঘ রাজনীতির বাইরে এসে পা রাখতে চলেছেন সংসারের ময়দানে। বহু আলোচনার অবসান ঘটিয়ে শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে দিলীপ ঘোষ ও বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের বিয়ে। ঘরোয়া এবং অনাড়ম্বর অনুষ্ঠানে দিলীপ ঘোষের বাড়িতেই চার হাত এক হবে বলে সূত্রের খবর।

এই খবরে রাজনৈতিক মহলে যেমন চাঞ্চল্য, তেমনই শুভেচ্ছার বন্যাও বইতে শুরু করেছে। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার আগে ভাগেই দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। যদি খবরটা সত্যি হয়, তবে তার নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল। আশা করি তিনি ব্যক্তিগত ও রাজনৈতিক উভয় দিকেই সমানভাবে সফল হবেন।”

রাজনীতির মঞ্চে বরাবরই আক্রমণাত্মক ভঙ্গিতে পরিচিত দিলীপ ঘোষের এই ব্যক্তিগত সিদ্ধান্তে রাজনৈতিক তরজার বাইরে এক আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়েছে। রাজনীতি হোক বা সংসার— এখন সবার চোখ দিলীপ-রিঙ্কুর নতুন যাত্রার দিকে।

Related Articles