রাজ্যের খবর

তৃণমূল বিধায়কের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট, পুলিশে অভিযোগ দায়ের

Fake account in TMC MLA's name! Filing a police complaint

Truth Of Bengal: ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হল শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত সেনের নাম এবং ছবি ব্যবহার করে। অভিযোগ উঠেছে বিধায়কের পরিচয় ভাঙিয়ে টাকা তোলার। এই ঘটনার খবর সামনে আসতেই তৃণমূলের পক্ষ থেকে শ্রীরামপুর থানা এবং লালবাজারে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিধায়কের সন্মানহানি হয়েছে এমনটাই তৃণমূলের তরফ থেকে দাবি তোলা হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে শাসকদলের তরফে জানা গিয়েছে, কিছুদিন ধরে শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়ের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়। অভিযোগ সেই অ্যাকাউন্ট থেকে সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ অনুগামী ও পরিচিতদের  এসএমএস করা হচ্ছিল।ফোন নম্বর নিয়ে ফোন করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাওয়া হয় বলে অভিযোগ।

বিষয়টি বিধায়ক অনুগামীদের নজরে আসতেই তাদের পক্ষ থেকে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা এখন স্পষ্ট নয়। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। সুদীপ্ত রায়ের অনুগামী এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘বেশ কিছুদিন ধরে ফেসবুকে একটি অ্যাকাউন্ট  আমরা লক্ষ্য করছি আমাদের বিধায়কের নাম ও ছবি ব্যবহার করা হচ্ছিল।এই নিয়ে শ্রীরামপুর থানায় আমি লিখিত অভিযোগ করি। বিধায়কের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে অন্য একাউন্ট থেকে ফার্নিচার বিক্রির নামে টাকা চাওয়া হচ্ছে।আরো নানা ভাবে টাকা চাওয়া হচ্ছে।রিষড়ার একজনের থেকে নয় হাজার টাকা নিয়েছে বলে জানা গেছে।‘ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Related Articles