বকেয়া মজুরি প্রদানের দাবিতে ধর্নায় চা বাগান কর্মীরা
Tea garden workers protest demanding payment of outstanding wages

Truth Of Bengal: বকেয়া মজুরি প্রদানের দাবিতে এবার ধর্নায় বসলো ডুয়ার্সের চা বাগানের স্টাফ ও সাব-স্টাফেরা। ফেব্রুয়ারি মাস পেরিয়ে গেলেও এখনো স্টাফ ও সাব স্টাফেরা জানুয়ারি মাসের মজুরি পায়নি। দ্রুত বকেয়া মজুরি প্রদানের দাবিতে সোমবার বাগানের ফ্যাক্টরির সামনে ধারনায় বসেন তারা। ঘটনাটি ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের কিলকোট চা বাগানের।
উল্লেখ্য, গত শুক্রবার কিলকোট চা বাগানের তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের তরফে একটি লিখিত স্মারকলিপি বাগান ম্যানেজারকে দেওয়া হয়। ওইদিনই সংগঠনের তরফে বাগান ম্যানেজারকে জানানো হয়, শনিবারের মধ্যে মজুরি না দেওয়া হলে সোমবার থেকে আন্দোলন শুরু হবে। কিন্তু বাগান কর্তৃপক্ষ মজুরি না দেওয়ায় এদিন সকাল থেকেই বাগানের স্টাফ ও সাব স্টাফেরা কাজ বন্ধ রেখে ধর্নায় বসে পড়ে।
বাগানের শ্রমিক নেতা তথা তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকাশ নায়েক বলেন, শনিবারের মধ্যে মজুরি প্রদান না করা হলে আজ থেকে আন্দোলনে নামার কথা আগেই ম্যানেজারকে জানানো হয়েছে। সেই অনুযায়ী সকাল থেকেই বাগানের সকল স্টাফ ও সাব স্টাফেরা এই ধর্নায় সামিল হয়।
তিনি জানান, মজুরি না দেওয়া হলে এই ধর্না চলতেই থাকবে বলে। খবর পেয়ে এদিন বাগানে যান তৃণমূলের মেটেলি ব্লক সভানেত্রী স্নোমিতা কালান্দী। তিনি গিয়ে বাগান ম্যানেজার ও আন্দোলনকারী স্টাফ ও সাব স্টাফদের সাথে কথা বলেন। এই বিষয়ে কিলকোট চা বাগানের ম্যানেজার অতুল রানা বলেন, শ্রমিকদের মজুরি দেওয়া হলেও স্টাব ও সাব স্টাফদের ফেব্রুয়ারি মাসের মজুরি বাকি রয়েছে। মজুরির দাবিতে এদিন স্টাফ ও সাব স্টাফেরা কাজ বন্ধ রেখে ধর্নায় বসেছে। পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।