দেশ

হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার ১ সন্দেহভাজন

1 suspect arrested in murder of Congress leader in Haryana

Truth Of Bengal: হরিয়ানায় কংগ্রেস নেত্রী হিমানি নারওয়াল হত্যাকাণ্ডে ১জনকে গ্রেফতার করল পুলিশ। হিমানি নরওয়ালের গ্রেফতারের পর  প্রশ্ন ওঠে,কংগ্রেসের ঘরোয়া বিবাদেই জন্যই হিমানিকে প্রাণ দিতে হয়েছে? প্রশ্নের মুখে পড়ে বিজেপি সরকারের আইনশৃঙ্খলা।এই অবস্থায় পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। এরপর হিমানির পরিবার জানতে চায়,খুনের রহস্যের জট কি কাটবে ?

গত শনিবার কংগ্রেস  নেত্রী হিমানী নরওয়ালের দেহ স্যুটকেসের মধ্যে পাওয়া যায়। সেই খুনের পর মহিলা নেত্রীর মোবাইল ফোনও জুয়েলারিও উদ্ধার হয়। রোহতক থেকেই তাঁর ব্যবহৃত সামগ্রী উদ্ধার করে পুলিশ। এরপর তাঁর পরিবার সহ নানা মহলের চাপে পুলিশ শুরু করে তদন্ত।গড়া হয় সিট। সিটের তদন্তের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফে জানা গেছে,সন্দেহভাজনের বাড়ি বাহাদুরগড়ে। সে হিমানির বন্ধু ছিল বলে সূত্রের খবর।

রোহতকের কংগ্রেস  বিধায়ক বিবি বাত্রা জানিয়েছেন.কংগ্রেস নেত্রী হিসেবে হিমানি অত্যন্ত ভালো কাজ করতেন। তিনি সংগঠনে সবসময় সংক্রিয় ছিলেন। এমনকি তিনি রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রাতেও অংশ নেন। তাঁর মা সবিতা,ন্যায়বিচার না মেলা পর্যন্ত তাঁর কন্যার অন্ত্যেষ্টি করতে অস্বীকার করেন। এখন অভিযুক্তকে গ্রেফতারের পরই এই চাঞ্চল্যকর খুনের কিনারা করতে পুলিশ সক্রিয়তা বাড়িয়েছে।

Related Articles