বীরভূমে শাসকদলের গোষ্ঠীসংঘর্ষ? পাথর দিয়ে থেঁতলে খুন তৃণমূল কর্মী
Ruling party faction clash in Birbhum? Trinamool worker killed after being stoned

Truth of Bengal: বীরভূম জেলার কাঁকরতলা থানা এলাকায় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। শাসকদল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে উঠতে এক কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম শেখ নিয়ামুল। শুক্রবার রাতে বড়রা গ্রামে একদল দুষ্কৃতী তাঁকে আক্রমণ করে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রের খবর, নিয়ামুল যখন বড়রা বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন, তখন কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। এরপর বাইক থেকে নামিয়ে পাথর, লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে। ঘটনাস্থলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সম্প্রতি কাঁকরতলা থানা এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। বালির বখরা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। কিছুদিন আগেই জামালপুর গ্রামে একই ইস্যুতে বোমাবাজির ঘটনায় দু’জন আহত হয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁকরতলা থানার ওসি-কে বদলি করে দুবরাজপুরের সিআই শুভাশিস হালদারকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছে যে এটি রাজনৈতিক সংঘর্ষ নয়, ব্যক্তিগত শত্রুতার কারণে ঘটেছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।