নিজের মেয়েকে টিকটক করার অপরাধে খুন বাবার,ঘটনা শুনে আঁতকে উঠছে সকলে
Father murdered for posting TikTok on his daughter, everyone is shocked to hear about the incide

Truth Of Bengal : নিজের মেয়েকে খুন করল বাবা, তাও আবার কিসের অপরাধে জানেন টিকটিক করার অপরাধে। এমনই ঘটনা ঘটেছে। নিজের মেয়েকে আমেরিকা থেকে পাকিস্তানে নিয়ে এসে খুন করে বাবা। কেবল বাবা নয়, এই খুনে সাহায্য যুগিয়েছে ওই কিশোরীর কাকাও।
সূত্রের খবর ওই কিশোরী আসলে পাকিস্তানের বংশোদ্ভূত। তবে সে থাকতো আমেরিকায়। কিছুদিন আগেই পরিবারের সকলে মিলে পাকিস্তানে এসেছেন। জানা যাচ্ছে বালুচিস্তানের কোয়েটায় ছিল এই কিশোরীর দেশের বাড়ি। সেখানেই মূলত খুন করা হয়েছে তাকে। এই কিশোরী নাকি দিনের পর দিন টিকটিক ভিডিয়ো বানিয়ে পোস্ট করতেন। আর সেই অপরাধের জেরেই কিশোরীর বাবা কিশোরীকে খুন করেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই পুলিশ ওই কিশোরীর দাদাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
খুনি ওই বাবাকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদ করা কালীন তিনি জানিয়েছেন তাঁর মেয়ে বারবার টিকটকে ভিডিয়ো বানিয়ে ভিডিয়ো পোস্ট করত। এই ধরনের কাজকর্ম তাঁর বাবার একদম অপছন্দ ছিল। বারবার এই কাণ্ড নিয়ে কিশোরীকে সতর্ক করলেও, সেই কিশোরী বাবার কথা কানে নেয়নি। আমেরিকায় থাকতেই তাকে বহুবার বারণ করে বাবা। কিন্তু পাকিস্তানে এসেও কথা কানে না দেওয়ায় শেষমেশ গুলি করে খুন করে মেয়েকে।
কিশোরী সহ তাঁর পরিবার আজ থেকে প্রায় ২৮ বছর আগে পাকিস্তান ছেড়ে চলে গিয়েছে আমেরিকায়। পুলিশের অনুমান আমেরিকাতে থাকা কালীন ওই কিশোরীকে খুনের পরিকল্পনা করেছিল বাবা। ইতিমধ্যেই গোটা বিষয় খতিয়ে দেখছে পাকিস্তান পুলিশ। কেবল টিকটিক করে বলে মেয়ে কে খুন নাকি এর পিছনে আরও কোন ষড়যন্ত্র ছিল, তা তদন্ত শুরু করেছে পুলিশ।