দেশ

গুজরাটে কারখানার আড়ালে মাদকচক্র! বাজেয়াপ্ত বিপুল পরিমান মাদক

Drug gang behind factory in Gujarat! Huge quantity of drugs seized

Truth Of Bengal: গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখার অভিযানে উদ্ধার ১০৭ কোটি টাকার মাদক। ইতিমধ্যেই তা বাজেয়াপ্ত করেছে এটিএস। জানা যায় একটি কারখা থেকে উদ্ধার করা হয়েছে এই বিপুল পরিমানে মাদক। শুধুমাত্র মাদকই নয়, প্রায় কয়েক কোটি টাকার মাদক তৈরির কাঁচামালও উদ্ধার হয়েছে সেখান থেকে।

এটিএস সূত্রে জানা যায়, যে পরিমান মাদক তৈরির কাঁচামাল সেখান থেকে উদ্ধার হয়েছে, তা দিয়ে প্রায় ৫০ কোটি টাকার মাদক ও নেশার ওষুধ প্রস্তুত করা সম্ভব। পুলিশ সূত্রে জানা যায়, গুজরাটের আনন্দ জেলার নেজা গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ আরও জানায়, তাদের কাছে গোপন সূত্র মারফৎ খবর ছিল যে সেখানে একটি কারখানার আড়ালে মাদক প্রস্তুত করার কাজ চালানো হচ্ছিল। সেই খবর পাওয়ার পরই অভিযানে নামে পুলিশ। জানা যায়, ওই কারখানার নাম গ্রিনলাইফ ইন্ডাজট্রিজ। সেখানেই চলে পুলিশি তল্লাশি। ওই অভিযান চলাকালীন সময়েই এটিএসের তরফ থেকে উদ্ধার করা হয় মাদক তৈরির সরঞ্জাম, যন্ত্র ও বিপুল পরিমানে মাদক।

পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। চিহ্নিত করা হয়েছে এই চক্রের সঙ্গে জড়িত পাঁচ জনকে। ওই পাঁচ জনের নাম জানা যাচ্ছে জয়জ্বীপ মাকওয়ানা, লালজি মাকওয়ানা, রঞ্জিৎ দাভি, হেমন্ত পাটেল এবং বিজয় মাকওয়ানা। এদের মধ্যে রঞ্জিতের রয়েছে একটি নিজস্ব কারখানা। এছাড়াও বিজয় এবং হেমন্ত তারা দুজনেই ক্যামিক্যাল ইঞ্জিনিয়র। ওই দুজনই কাজ কর একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থায়। সেখানেই তাদের সহর্মী লালজি ও জয়দ্বীপ। সূত্রের খবর, অজয় সিং নামে এক ব্যক্তির মদতেই এই মাদক তৈরির চক্র চালাচ্ছিল অভিযুক্তরা।

Related Articles