মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় CID তদন্তের নির্দেশ
CID investigation in the case of maternal death in Medinipur Medical

Truth Of Bengal: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় CID তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান মুখ্যসচিব মনোজ পন্থ। পাশাপাশি তিনি আরও জানান, প্রসূতি মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের গাফিলতিও রয়েছে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত রিপোর্ট এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ নির্দেশ, কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।
প্রসঙ্গত, শুক্রবার মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায়। স্যালাইন দেওয়ার পর এক প্রসূতির মৃত্যু হয় বলে দাবি পরিবারের। বৃহস্পতিবার ওই মহিলাকে স্যালাইন দেওয়ার পর থেকে ৫ জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু এতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোন সদুত্তর মেলেনা। এরপর এই সম্পূর্ণ বিষয়টি CMHO খতিয়ে দেখছে বলে জানায়। ঘটনায় স্বাস্থ্য দফতরকে তলব করা হলে ওইদিন মেদিনীপুর মেডিক্যালে ড্র্যাগ কন্ট্রোল টিম গঠন করা হয়।
অন্যদিকে, রিংগার ল্যাকটেট স্যালাইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা। ২০২৪ এর মার্চে কর্ণাটক স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ করার পরও রাজ্যে কিভাবে ব্যবহার? মামলা দায়ের করেন বিজয় সিংহল ও কৌস্তভ বাগচী।