ট্রাক ও টেম্পার মুখোমুখি সংঘর্ষ, মহারাষ্ট্রের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা
Truck and van collide head-on, death toll feared to rise in Maharashtra accident

Truth Of Bengal: রবিবার যাত্রী বোঝাই ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষ। ভয়ঙ্কর এই দুর্ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের নাসিক জেলা। কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জানা যায় ওই ট্রাকটির মধ্যে ছিল লোহার রড। যার কারণেই এই দুর্ঘটনা বলে জানা যায়।
পুলিশের তরফে জানানো হচ্ছে, দ্বারকা সার্কেলে এই দুর্ঘটনা ঘটেছে। টেম্পোটিতে উপস্থিত ছিলেন অন্ততপক্ষে ১৭জন। নিফাড়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেছিলেন ওই সকল যাত্রী। ওই ধর্মীয় অনুষ্ঠীন থেকে অপর একটি এলাকায় যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে ফেলে ওই টেম্পো। সঙ্গে সঙ্গেই লোহার রড বোঝাই ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় টেম্পোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের। আবার গুরুতর আহত হন বেশ কয়েকজন। এই ঘটনা ঘটার পরই খবর দেওয়া হয় পুলিশকে। তড়িঘড়ি ঘটনুাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। তবে প্রাথমিকভাবে স্থানীয়রাই শুরু করেন উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিকটবর্তী জেলা হাসপাতাল ও বেসরকারী হাসাপালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন তারা।
সূত্রের খবর, এখনও পর্যন্ত এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ৮ জনের। তবে বেশ কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক হওয়ায়, মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা করছে প্রশাসন।