রাজ্যের খবর

বছরের শুরুতে ভয়াবহ পথ দুর্ঘটনা বাঁকুড়ায়, মৃত ১, আহতও ১৫

At the beginning of the year, a terrible road accident occurred in Bankura, 1 dead and 15 injured

Truth Of Bengal : বছরের শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা বাঁকুড়ায়। বাসের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয় এক বাইক আরোহীর। বাইক ও বাসের ধাক্কায় উল্টে যায় বাস। ঘটনায় গুরুতর ভাবে আহতও হয়েছে ১৫ জন বাস যাত্রী। এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ জন বাইক আরোহীর। মৃতের বয়স মাত্র ২১ বছর। পথ দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বাঁকাদহ-তালডাংরা রাস্তায় ভালকি গ্রামে। ঘটনায় আহতদের নিয়ে যাওয়া হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। দুর্ঘটনায় মৃত বাইক আরোহী আকাশ ক্ষেত্রপাল বিষ্ণুপুরের বাসিন্দা বলে জানা গেছে।

Related Articles