ফের বাংলাদেশি অনুপ্রবেশ, বিএসএফের দায়িত্ব নিয়ে প্রশ্ন রাজ্য পুলিশের
Bangladeshi infiltration again, state police questions BSF's responsibility

Truth Of Bengal: আবারো রাজ্য পুলিশের হাতে গ্রেফতার ১৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলায় ঢুকে পড়ছে তারা। একের পর এক জঙ্গি রাতের অন্ধকারে কিংবা ভোরের কুয়াশায় প্রতিনিয়ত ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবাধে ঢুকে পড়ছে। বিএসএফের কড়া নজরদারি থাকলেও তা এড়িয়ে লোকালয়ে এসে গা ঢাকা দিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা।
রাজ্য পুলিশের তরফ থেকেও চলছে দফায় দফায় চিরুনি তল্লাশি। গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে আবারো ১৫ জনকে গ্রেফতার করে নদিয়ার হাঁসখালি থানা ও ধানতলা থানার পুলিশ। যাদের মধ্যে পাঁচ জন ভারতীয় আশ্রয়কারী এবং নাবালিকা সহ ১০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী।
বৃহস্পতিবার ধৃতদের পেশ করা হয় নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। উল্লেখ্য গত দু-মাসে পুরাইতে ২০০ জনের বেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে রানাঘাট পুলিশ এর বিভিন্ন থানার পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত অনুপ্রবেশ আটকানো সম্ভব হয়নি। সীমান্তে বিএসএফের গাফিলতিই এর জন্য দায়ী? প্রশ্ন উঠছে রাজ্য পুলিশের তরফেও।
বৃহস্পতিবার আরও একবার বাংলাদেশি গ্রেফতার নিয়ে নদিয়ার ধানতলা থানায় একটি সাংবাদিক বৈঠক করেন ডিএসপি শ্রী সোমনাথ ঝা। তার বক্তব্য, অনুপ্রবেশকারীরা যতই চেষ্টা করুক না কেন, গা ঢাকা দিয়ে যে থাকবে তার কোন উপায় নেই। কারণ সবসময় কড়া নজর রাখছে রানাঘাট জেলা পুলিশ। যার কারণে এখনো পর্যন্ত প্রায় ২০০ এর বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।