আপ পাকিস্তান কিউ নেহি আরা হ্যায়, সূর্যকে প্রশ্ন পাক ক্রিকেটপ্রেমীর
Aap Pakistan q nehi ara hai, a question to Surya from a Pakistani cricket lover

Truth Of Bengal: ক্রিকেট মাঠে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ যে অন্য সব ম্যাচের থেকে আলাদা তা আর বলার অপেক্ষা রাখে না। সে যে কোনও ধরনের ক্রিকেট ম্যাচই হোক না কেন। ক্রিকেটাররাও যেন অপেক্ষা করে থাকেন বছরের পর বছর চির প্রতিদ্বন্দ্বী দেশের বিপক্ষে ম্যাচ খেলার জন্য।
আগামী বছর পাকিস্তানে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে আয়োজিত ওই টুর্নামেন্টে ভারত অংশগ্রহণ করবে না। যা শুনে হতাশ ক্রিকেটপ্রেমীরাও।
বর্তমানে একদিনের ক্রিকেট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।
সেখানে সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিংকে দেখে এক পাকিস্তান ক্রিকেটপ্রেমীর সহজ প্রশ্ন, ভাইয়া আপ পাকিস্তান কিউ নেহি আরা হ্যায়। প্রশ্ন শুনে সেই ভক্তকে সহজ-সরল ভাষায় স্কাইয়ের উত্তর, ভাইয়া এ হামারা হাত মে নেহি হ্যায়।
পাক ভক্তের সঙ্গে এই কথপোকথন ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।