পছন্দের পাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, গ্রেফতার যুবক
Youth arrested for trying to abduct girlfriend of choice

Truth Of Bengal: বাড়িতে বিয়ের কথা চলছিল পাত্রের। তার দেখাশোনা চলছিল। পাত্রের বাড়ির তরফে একটি পাত্রিকে পছন্দ হয়। কিন্তু ওই যুবককে মেয়েটির পছন্দ না হওয়ায় বিয়ের প্রস্তাব খারিজ করে দেওয়া হয় মেয়ের বাড়ির তরফে। তা থেকেই ঝামেলার সূত্রপাত। যুবকের তরফে মেয়েটিকে হেনস্থার অভিযোগও উঠছে। শনিবার জোর করে পাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক। ঘটনাস্থল দক্ষিন ২৪ পরগণার কুলতলি। ফলস্বরুপ তাকে গ্রেফতার করে পুলিশ।
দলবল সঙ্গে করে ওই তরুণীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে ওই যুবকের বিরুদ্ধে। প্রতিবেশীদের সহায়তায় তাকে ঠেকাতে পারে তরুণীর পরিবার। চিৎকার করে বাড়িতে লোক জড়ো করে তারা। তারপর যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলে তাকে গ্রেফতার করা হয়। পরিবার সুত্রে জানা যাচ্ছে, মেয়েটি তার মায়ের সাথে ব্যাঙ্কে গিয়েছিল। তাকে দেখে এক মহিলা বিয়ের প্রস্তাব দেন। কথাবার্তা এগোতে থাকে। পাত্রকে দেখেই সেই প্রস্তাব নাকচ করা হয় তাদের তরফে।
এরপর থেকেই তাদের মেয়েকে নানাভাবে উত্তপ্ত করে সে। তরুণীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। যুবক তরুণীর বাড়ির সামনে আত্মহত্যার ভয় দেখায়। আর তারপরেই শনিবার রাতে লোকজন নিয়ে ঘেরাও করে সে। ঘটনাস্থলে আসে কুলতলি থানার পুলিশ। অভিযুক্তকে রবিবার তোলা হয়েছিল বারুইপুর মহকুমা আদালতে।