সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে কালো পোশাকে পরিদর্শনে পুলিশের উইনার্স টিম
Winners team of police in black dress inspection at Siudi Super Specialty Hospital

Truth Of Bengal: বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিশের উইনার্স টিমের পরিদর্শ। এদিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল সহ আউটডোর পরিষেবা এবং যেখানে রোগীর আত্মীয়রা রাত্রিবেলায় প্রতীক্ষালয় থাকে সেসব জায়গা থেকে শুরু করে যে সকল নার্স ডিউটি করছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং কোন অসুবিধা হচ্ছে কিনা জিজ্ঞাসা তাদের পাশাপাশি ঘুরে দেখলেন হাসপাতাল চতুর্থ একাধিক জায়গা এই বীরভূম জেলা পুলিশের উইনার্স টিম।
মহিলা পুলিশ হাসপাতালের পাশাপাশি জেলার যেখানে বেশি মহিলাদের আনাগোনা হয় সে সকল জায়গা, ডাক্তারের চেম্বার গুলির পাশাপাশি পার্কেও পরিদর্শন করলেন। এদিন এই উইনার্স টিমের ৭ জন সদস্য মহিলাদের নিরাপত্তা কঠোর করতে জিজ্ঞাসাবাদ সহ তাদের কোন অসুবিধা হচ্ছে কিনা, বিশৃঙ্খলা করছে কিনা, হাসপাতালে কোনভাবেই নিরাপত্তা পাচ্ছে কিনা সেদিকেও তারা খতিয়ে দেখলেন। এই উইনার্স টিম দেখে দেখে অনেকটাই খুশি মহিলা রোগী থেকে শুরু করে হাসপাতালে ডিউটি করা চিকিৎসক ও মহিলা নার্স।
রাজ্য সরকারের নির্দেশে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি যে হাসপাতাল গুলি রয়েছে সেগুলি কড়া নিরাপত্তা রাখার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মতো বিভিন্ন ভ্রমণকারী এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পরিদর্শন করছেন বীরভূম জেলা পুলিশ সহ রাজ্যের বিভিন্ন জায়গার পুলিশ। গতকাল রাত্রে বক্রেশ্বর এলাকার যে পীঠস্থান আছে সেই পিঠস্থানেও পরিদর্শন করলেন দুবরাজপুর থানার মহিলা পুলিশ ও পুরুষ পুলিশরা।
মন্দির চত্বরে থাকা মহিলা সহ দোকানদারদের জিজ্ঞাসাবাদ করলেন তাদের কোন অসুবিধা আছে কিনা, এছাড়াও একাধিক জায়গায় পরিদর্শন করলেন তারা। রাজ্যের পাশাপাশি এবার কালো পোশাকের বীরভূম জেলার পুলিশের উইনার্স টিম দেখা গেল হাসপাতালে বিভিন্ন প্রান্তে।