পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন,অভিযোগ স্বামীর বিরুদ্ধে
Wife killed due to family dispute

The Truth of Bengal: স্বামী ও স্ত্রীর পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ধারালো চাকু দিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ দুইজনের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালদা জেলার পুখুরিয়া থানার শিমলা এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই গৃহবধুর নাম সুপ্রিয়া সিংহ বয়স(৩৫)বছর। অভিযুক্ত স্বামী সুজিত সিং।
পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা গেছে বিগত ১১ বছর আগে রতুয়া থানার মনিপুর এলাকার সুপ্রিয়ার সঙ্গে ভালোবাসা করে বিয়ে হয় সুপ্রিয়া ও সুজিতের। সুপ্রিয়া দ্বিতীয় স্বামী সুজিত। কর্মসূত্রে সুপ্রিয়া মালদা একটি বিউটি পার্লারে কাজ করতো বলে পরিবারের কাছ থেকে জানা যায়। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলে পারিবারিক। সুজিতের পরিবারের দাবি দীর্ঘদিন ধরে তার সুপ্রিয়া যাচ্ছিলেন না সংসার করতে।
আজকে ফোন করে ডাকে সুপ্রিয়াকে ডাকে পুখুরিয়া থানার শিমলা এলাকায়।। সেখানেই তার স্বামী সহ দুজন মিলে তাকে চাকু মেরে খুন করে বলে জানা যায়। রক্তাক্ত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুপ্রিয়াকে এরপর নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগের সুপ্রিয়া কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।
Free Access