রাজনীতিরাজ্যের খবর

বিশ্বভারতী বিতর্ক! উপাচার্যকে গ্রেফতারের দাবি বিজেপির

Viswa bharati University

The Truth of Bengal: বিশ্বভারতীর বদনাম করছেন বিদ্যুত চক্রবর্তী। দুর্নাম করছেন কেন্দ্রের বিজেপি সরকারের।আগেই এই অভিযোগ করেছিলেন বোলপুরের বিজেপি প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। তাঁর তোপ ছিল, বিশ্বভারতীর জমি বিবাদ নিয়ে অহেতুক কেন্দ্রের বদনাম করছেন বিদ্যুত চক্রবর্তী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে বিদ্যুতের ভূমিকার কড়া সমালোচনা করে বোলপুরের প্রাক্তন সাংসদের মত, উপাচার্য পদে মেয়াদ শেষের আগে নিজেকে ‘বিজেপি ঘেঁষা’ প্রমাণ করতে উঠেপড়ে লেগেছেন তিনি।

তাতে আদতে সমালোচিত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!সেই আক্রমণের মাঝে নতুন মাত্রা যোগ করল তপশিলীদের হেনস্থা ও অমর্যাদা করার গুরুতর অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করেন. একজন তফশিলী আধিকারিককে জাতি নিয়ে কটু কথা বলেছেন উপাচার্য। শান্তিনিকেতন থানায় অভিযোগ হয়েছে। চাই সঠিক তদন্ত হোক, যদি উপাচার্য দোষী প্রমাণিত হন, পুলিশ তাঁকে জেলে পাঠাক। এর আগে উপাচার্য পৌষমেলা, বসন্ত উৎসব বন্ধ করেছেন।তাই পুলিশের উচিত সঠিক তদন্ত করা ।

রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট হওয়ায় বিজেপির শিবিরও দুটো ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এর আগে, বসন্ত উৎসব এবং পৌষমেলা পালন বন্ধ নিয়েও বিজেপির প্রাক্তন সাংসদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করেছিলেন। ফলে বিশ্বভারতী নিয়ে গৈরিকীকরণের মতও পথ নিয়ে বিভেদ তৈরি হচ্ছে বলে শিক্ষামহল মনে করছে।

Related Articles