রাজ্যের খবর

পুজোর মুখে দাম বাড়ল সবজির

Vegetables Price

The Truth of Bengal: গত সপ্তাহে টানা বর্ষণ চলে গোটা বাংলায়। চাষের জমি জলে ডুবে যায়। বৃষ্টি থামার পর রোদ উঠতেই গাছের গোড়ায় পচন শুরু হয়েছে। ফলে বাজারে সবজির জোগানে টান পড়েছে। দামও বেড়েছে অনেকটাই। পুজোর মুখে সবজি কিনতে বাড়তি ব্যয় করতে হচ্ছে আমজনতাকে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের দশটি ব্লকের কয়েক হাজার হেক্টর জমিতে সবজি থেকে বিভিন্ন ফসলের চাষ হয়েছিল। ফলনও ফলেছিল চোখে পড়ার মতো। কিন্তু বাদ সাধে লাগাতার বৃষ্টি। গাছের গোড়ায় জল জমে যাওয়ায় পচন শুরু হয়েছে কাঁচা লঙ্কা, ওল, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, ঢেড়শ, কাঁকরোল, উচ্ছে, গাঁজর, বিট, পেঁপে, কাঁচ কলা সহ একাধিক ফসলে।

কৃষকরা লাভের আশায় জল ঢেলে দিল নিম্নচাপের বৃষ্টি। লাগাতার বর্ষণে চাষিরা মাঠের তরতাজা ফসল ঘরে আনতে পারেননি। বেশিরভাগটাই নষ্ট হয়ে গিয়েছে মাঠে মাঠে। আর যেটুকুই বেঁচে আছে তা চাষিদের কাছ থেকে আদায় করতে ব্যস্ত ফোড়ের দল।অতিবর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় বাজারে টান পড়েছে। যেটুকু সবজি আছে, তা বাজারে পৌঁছোতেই দ্রুত বিকিয়ে যাচ্ছে। জোগান কমে যাওয়ায় সেই সবজির দাম বেড়েছে অনেকটাই। বছরের অন্য সময় যে দামে সবজি কিনতে হতো, এখন সেই সবজি কিনতে হচ্ছে অনেকটাই বেশি দামে।

পুজোর মুখে সবজি কিনতে গিয়ে টান পড়ছে আমজনতার পকেটে।সব হারিয়ে অথৈ জলে পড়েছেন চাষিরা। কৃষকদের ঘুরে দাঁড়ানোর জন্য পাশে সহযোগিতা করছে সরকার। বিনামূল্যে শস্যবীজ দেওয়া হবে চাষিদের। কৃষিঋণ মুকুব করা যায় কিনা সেটাও নিয়েও ভাবনাচিন্তা করছে সরকার। যে সব চাষির কৃষিবিমা আছে, তারা এমনিতেই ক্ষতিপূরণ পাবেন। যারা কৃষিবিমার আওতায় আসতে পারেননি তাদেরকে অবিলম্বে বিমা করার পরামর্শ দিচ্ছে প্রশাসন।

Free Access

Related Articles